পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ এবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে আসছেন নাকি খোদ বাদশা শাহরুখ খান। এমনটাই তৃণমূলের দাবী। এমন একটি খবরই তৃণমূল ফ্যান ক্লাবের সোশ্যাল মিডিয়া ফ্যান পেজ থেকে প্রচার চালানো হচ্ছে। আবার এও জানানো হচ্ছে যে আগামী সপ্তাহে ব্যারাকপুরে তৃণমূলের হয়ে প্রচার চালাবেন বাদশা শাহরুখ খান।
বিনোদন জগতের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক যে খুব ভালো তা সকলেই জানেন। তা সে বাংলা সিনেমা হোক কিংবা হিন্দি। আবার অন্যদিকে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলেন শাহরুখ খান। কিন্তু এই ঘটনাটা সত্যিই জল্পনা। কারণ বর্তমানে রাজ্যের বিধানসভা ভোটের হাওয়া বেশ গরম। তৃণমূল এবং বিজেপি সংঘাত সকলের সামনে।
এমত অবস্থায় বাদশাহ শাহরুখ খান কখনওই কোনও বিশেষ দলের হয়ে প্রচারে নামতে চাইবেন না। আর প্রত্যক্ষভাবে বিজেপির বিরুদ্ধে প্রচারে নামতে চাইবেন না। তাছাড়াও বর্তমানে আবারও সমস্ত কোভিড নিয়ম মেনেই শুরু হয়ে গেছে সিনেমার শুটিং। সেক্ষেত্রে শাহরুখ খান বর্তমানে তাঁর আগামী ছবি “পাঠান” এর শুটিং এ ব্যাস্ত।
এছাড়া তৃণমূলের হয়ে শুধুমাত্র প্রচারে রাজ্যে এসেছেন জয়া বচ্চন। আর রাজ্যের বিনোদন জগতের মানুষেরাই তৃণমূলের হয়ে প্রচারে নেমেছেন। কিন্তু অন্য রাজ্য থেকে শারদ পাওয়ার কিংবা তেজস্বী যাদব তৃণমূলের হয়ে রাজ্যে প্রচারে আসেন নি। শুধুমাত্র বাইরে থেকেই মমতা ব্যানার্জির পাশে থাকার ইঙ্গিত দিয়েছেন তারা। যদিও অফিশিয়ালি ভাবে তৃণমূলের তরফ থেকে এখনো কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি।