পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ বেশ কিছুদিন বিরতির পর পর্দায় আবারো অবতীর্ণ হতে চলেছেন বলিউডের বাদশা শাহরুখ খান। এবার তিনি পর্দায় নিয়ে আসছেন আদিত্য চোপড়া প্রযোজিত ‘পাঠান’-কে। ‘পাঠান’-এ তার বিপরীতে আছেন দীপিকা পাড়ুকোন। এছাড়াও তাদের সাথে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে বলিউড হাঙ্ক জন আব্রাহামকেও। ছবি টিজার মুক্তি পেয়েছিল আগেই, এবার তার সাথে নব-সংযোজন ছবির প্রথম গান ‘বেশরম রং’। তবে গান রিলিজ করার সাথে সাথেই শুরু গেছে বিতর্কের ঝড়।
গতকালই সোশ্যাল মাধ্যমে মুক্তি পেয়েছে এই গানটি। গানের দৃশ্য শেয়ার করেই ছবিটি বয়কটের ডাক দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এখন ট্রেন্ডিং ‘বয়কট পাঠান’। এই গানটিতে দীপিকা পাড়ুকোন এবং শাহরুখ খান উভয়কে স্বল্প বসনে দেখা গিয়েছে। অনেকটা সময় পর এই ছবির জন্য অপেক্ষায় ছিলেন শাহরুখ ও দীপিকার অনুরাগীরা।
আর সেই অপেক্ষার অবসান ঘটিয়ে সোমবার পর্দায় এলো ‘বেশরম রং’। ৫৬-র শাহরুখ এবং মনোকিনিতে দীপিকা ঝড় তুলেছেন এই গানের মাধ্যমে। এই বয়সেও শাহরুখ যেকোনো বলিউড নিউ কামারকে হার মানাতে সক্ষম সেটা এই গানের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন তিনি। যদিও গানটি নিয়ে নেট মাধ্যমে একটা মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। কারো কারো কাছে গানটি অসাধারণ মনে হলেও কেউ কেউ বলেছেন গানটির স্ক্রিনিং বড্ড বেশি অশালীন।
একটি টুইট শেয়ার করে সাধ্বী প্রাচী গোটা ভারতবর্ষ জুড়ে ‘পাঠান’-কে বয়কট করার ডাক দিয়েছেন। কেউ কেউ রণবীর সিংয়ের কিছুদিন আগে করা নগ্ন ফটোশুটের কার্টুন শেয়ার করেও ব্যঙ্গ করেছেন গানটিকে। তবে ট্রেন্ডিং যাই থাকুক না কেন এই ছবিটি শাহরুখের ক্যারিয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একের পর এক ফ্লপ ছবি দেওয়ার পর শাহরুখ এই ছবিটিকে হিট করাতে মরিয়া। ছবি হিট করানোর জন্য শাহরুখ ছুটে বেড়িয়েছেন মক্কা থেকে বৈষ্ণ দেবীর মন্দির। এবার দেখার যে সেই প্রার্থনা কতটা কাজ এলো।
মূলত এই গানে দীপিকার পরিহিত মনোকিনির রং নিয়েই আপত্তি নেটিজেনদের একাংশের। গানের একটি দৃশ্যে দীপিকাকে একটি গেরুয়া রঙের মনোকিনিতে দেখা গিয়েছে। আবার গানের নাম রাখা হয়েছে ‘বেশরম রং’ আর এইখানেই চটেছেন নেট নাগরিকদের এক অংশ। তারা গানের দৃশ্য শেয়ার করেই ‘বয়কট পাঠান’ হ্যাশ ট্যাগ দিয়ে পাঠানকে বয়কট করার ডাক দিয়েছেন।