পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ এবার আইনি বিপাকে পড়লেন শাহরুখ (Shah Rukh Khan) খানের স্ত্রী। এফআইআর দায়ের হল প্রযোজক-ইন্টিরিয়র ডিজাইনার গৌরী খানের (Gauri Khan) বিরুদ্ধে। ভারতীয় দণ্ডবিধির ৪০৯ ধারার আওতায় মামলা দায়ের করা হয়েছে। মুম্বইয়বাসী জসওয়ান্ত শাহ এই মামলা রুজু করেছেন গৌরীর বিরুদ্ধে।
শুধু গৌরী নয়, তুলসিয়ানি কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের চিফ ম্যানেজিং ডিরেক্টর অনিল কুমার তুলসিয়ানি এবং ডিরেক্টর মহেশ তুলসিয়ানির বিরুদ্ধেও এফআইআর দায়ের করেছেন জসওয়ান্ত।
অভিযোগকারীর বয়ান অনুযায়ী, গৌরী যে সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর, সেই সংস্থা তাঁর কাছ থেকে ৮৬ লক্ষ টাকা নেওয়ার পরেও ফ্ল্যাট দিতে পারেনি। লখনউয়ের সুশান্ত গলফ সিটি এলাকার তুলসিয়ানি গলফ ভিউয়ে অবস্থিত এই ফ্ল্যাট। জসওয়ান্তের অভিযোগ, যে ফ্ল্যাটটি তিনি চেয়েছিলেন, সেই ফ্ল্যাট অন্য কাউকে দিয়ে দেওয়া হয়েছে।
অভিযোগকারীর দাবি, তিনি গৌরীর বিজ্ঞাপন দেখে প্রলোভিত হয়ে ওই ফ্ল্যাট বুক করেছিলেন। গোটা টাকা সংস্থার হাতে তুলে দিলেও ফ্ল্যাটের চাবি পাননি ওই ব্যক্তি। শেষমেশ বিপাকে পড়ে সুশান্ত গল্ফ সিটি পুলিশ স্টেশনে গৌরী খান এবং তুলসিয়ানি কনস্ট্রাকশনের দুই কর্মকর্তা অনিল কুমার ও মহেশ তুলসিয়ানির বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। ভারতীয় দণ্ডবিধির ৪০৯ ধারায় জামিন অযোগ্য মামলা দায়ের হয় তাঁদের বিরুদ্ধে। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে গৌরী খান কোনওরকম মুখ খোলেননি।
২০২১-এ অক্টোবরে ছেলে আরিয়ান খানের মাদককাণ্ডের জেরে ভয়ঙ্কর আইনি জটিলতায় পড়তে হয়েছিল শাহরুখ খানের পরিবারকে। কঠিন সময়ে কাটিয়ে মন্নতে আপাতত সুখ-সময় এনে দিয়েছে ‘পাঠান’। রাজার মতো প্রত্যাবর্তন করেছেন কিং খান। তার রেশ কাটতে না কাটতেই এবার ফের আরেকবার মারাত্মক আইনি বিপাকে পড়তে হল খান পরিবারকে। শাহরুখ-পত্নী গৌরী খানের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় বিশ্বাসঘাতকতার মামলা দায়ের হল।