পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ খ্যাতনামা রিয়েলিটি শো ‘বিগ বস’-এর মহল থেকে বেরিয়ে আর পেছনে ফিরে তাকাতে হয়নি শেহনাজ গিলকে। গত বছর ২রা সেপ্টেম্বর তারিখে তার কাছের বন্ধু এবং কর্মজীবনের পথপ্রদর্শক সিদ্ধার্থ শুক্লা ইহলোক ত্যাগ করেন। এই ঘটনাটি পাঞ্জাবের ক্যাটরিনা অর্থাৎ শেহনাজ গিলকে নাড়িয়ে দিয়েছিল। তবে এই শোকের ছায়া কাটিয়ে জীবনের মূল-সূত্রে ফিরে গিয়ে অক্লান্ত পরিশ্রমের পর ‘ফিল্ম ফেয়ার রাইজিংস্টারের অ্যাওয়ার্ড’ পেলেন শেহনাজ। অ্যাওয়ার্ড হাতে নিয়ে ধন্যবাদ জানালেন সিদ্ধার্থ শুক্লাকে।
শেহনাজ গিল কাজের সাথে সাথে নিজেকে বর্তমানে অনেকটাই পরিবর্তন করেছেন। ‘বিগ বস’-এ তাকে চাবি এবং কিউট গার্ল হিসাবেই দেখে এসেছে দর্শকরা। কিন্তু এখন তাকে স্লিম এবং বোল্ড অবতারে দেখতে পাওয়া যাচ্ছে। বদল হয়েছে শেহনাজের পোশাকের ধরনও। হাতে রয়েছে প্রচুর কাজের অফার। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই বলিউডের ভাই সালমান খানের সাথে কাজ করতে চলেছেন তিনি। সিনেমার নাম ‘কিসি কা ভাই কিসি কা জান’।
শেহনাজের এই দীর্ঘ পরিশ্রমের পর ‘ফিল্ম ফেয়ার রাইজিং স্টার’-এর অ্যাওয়ার্ড হাতে নিয়ে খুশি চেপে রাখতে পারছিলেন না। তিনি নিজের কথা বলার স্টাইল অনুসরন করে বলেন, আমি আমার পরিবার, বন্ধু-বান্ধব এবং কর্মক্ষেত্রের কাউকেই এই অ্যাওয়ার্ডটি নিবেদন করতে চাই না। কারণ এই অ্যাওয়ার্ডটির পেছনে রয়েছে আমার অক্লান্ত পরিশ্রম। কাজেই এটা শুধুই আমার। এছাড়াও তিনি বলেন, আমি শুধু একজনকেই ধন্যবাদ জানাতে চাই। যিনি আমাকে বিশ্বাস করেছিলেন এবং আমার পেছনে তার গুরুত্বপূর্ণ সময় অতিবাহিত করেছিলেন। তিনি হলেন সিদ্ধার্থ শুক্লা। কাজেই এটা তোমার জন্য সিদ্ধার্থ।
‘বিগ বস’ শো-তে শেহনাজ এবং সিদ্ধার্থর জুটিকে খুব ভালবেসে ফেলেছিল তাদের ফ্যানরা। এই শো-এর পরবর্তীকালে তাদের সম্পর্কের মধ্যে প্রেমের গুঞ্জন শুনতে পাওয়া যাচ্ছিল। কিন্তু এই দুই তারকা এব্যাপারে কোনরকম মুখ খোলেননি তখন। শেহনাজ গিল ‘বিগ বস’ শো থেকে বেরিয়ে অন্য একটি রিয়েলিটি শো-তে যুক্ত হয়েছিলেন। সেখানে তিনি সঙ্গে পেয়েছিলেন তার সময়কালীন ‘বিগ বস’-এর অন্য এক প্রতিযোগী পারাস ছাব্রাকে। এরপর একাধিক মিউজিক অ্যালবামে কাজ করতে শুরু করেন তিনি। এই ধরনের একটি মিউজিক অ্যালবামে সিদ্ধার্থ শুক্লা সাথে কাজ করেন শেহনাজ।
তাদের অনুগামীরা শেহনাজ এবং সিদ্ধার্থর এই যুগলবন্দি মিউজিক ভিডিওটি পছন্দ করেছিল। ভিডিওটিতে ভিউজ এর সংখ্যা ছিল অগণিত। কিন্তু তার ঠিক পরেই মাত্র ৪০ বছর বয়সে হূদরোগে আক্রান্ত হয়ে পরলোকগমন করেন সিদ্ধার্থ শুক্লা। তার এই চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছিলেন না শেহনাজ। কয়েক মাসের জন্য নিজেকে এই চাকচিক্যের জগৎ থেকে সম্পূর্ণ দূরে রেখেছিলেন তিনি। এরপর সকলকে চমকে দিয়ে নতুন রূপে ঝলমলে পর্দায় ফিরে আসেন শেহনাজ গিল। আর তারপরেই এখনো অবধি পেছন ফিরে তাকাতে হয়নি তাকে।