পশ্চিমবঙ্গ ডেস্কঃ দিন-দুপুরে নিউটাউনের সাপুরজি এলাকায় চলল গুলি। পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের লড়াইয়ে টানা কয়েক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। এই ঘটনায় মৃত্যু হয়েছে দুই দুস্কৃতির। ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে নিউ টাউন এলাকায়।
পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে পুলিশের কাছে খবর এসে পৌঁছায় যে, কলকাতার নিউটাউনের সাপুরজি এলাকায় বেশ কয়েক জন দুষ্কৃতী লুকিয়ে রয়েছে। গোপন সূত্রের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। সূত্রের খবর অনুযায়ী ঘটনাস্থলে পৌঁছায় এসটিএফ-এর তদন্তকারী একটি টিম। দুষ্কৃতীদেরকে গ্রেফতার করার জন্যই সেখানে পৌঁছে ছিল পুলিশ।
কিন্তু পুলিশকে দেখে আচমকা গুলি চালাতে শুরু করে দুষ্কৃতীরা। তবে পুলিশ আধিকারিকরা দেরি না করে মুহূর্তের মধ্যেই এনকাউন্টার করার সিধান্ত নেয়। এই ঘটনায় এখনও পর্যন্ত ২ জন দুষ্কৃতীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আবাসনের নিচে লুকিয়ে ছিল ওই দুই দুষ্কৃতী। পুলিশকে লক্ষ্য করে তারা গুলি চালাতে শুরু করে তার কারণেই পুলিশও দুষ্কৃতীদের কে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। এই ঘটনায় এক পুলিশ কর্মীও আহত হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।
তবে পুলিশের গুলির আঘাতে যে দুই দুষ্কৃতীর মৃত্যু হয়েছে, জানা গিয়েছে তারা পাঞ্জাব থেকে এসে নিউটাউনের সাপুরজি আবাসনে এসে লুকিয়ে ছিল। এর মধ্যে একজনের নাম জয়পাল সিং ভূল্লার। পাঞ্জাব পুলিশ সূত্রে কলকাতা পুলিশ খবর পেয়েছে, পাঞ্জাবের কুখ্যাত গ্যাংস্টার ছিল জয়পাল।
ইতিমধ্যে কলকাতা পুলিশের কাছে এনকাউন্টার হয়েছে সে। তবে নিউটাউনের সাপুরজি আবাসনে আর কোনও দুষ্কৃতী লুকিয়ে আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এছাড়াও নিহতরা কতদিন ধরে সেখানে লুকিয়ে ছিল সে বিষয়েও তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে ঘটনাস্থলে বিশাল বাহিনীর পুলিশ মোতায়েন করা হয়েছে। আতঙ্কে রয়েছে গোটা এলাকাkolবাসি।