শুভশ্রী গাঙ্গুলী, ইউভান, সোশ্যাল মিডিয়া, টলিউড, বলিউড,
চিত্র- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ সুপারস্টার জিৎ এর পর ফের করোনা আক্রান্ত হলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। নিজের সোশ্যাল মিডিয়াতে নিজেই পোস্ট করেছেন নিজের করোনা আক্রান্ত হবার কথা। আজই আরেক সুপারস্টার জিৎ এর করোনা ভাইরাসে আক্রান্ত হবার খবর পাওয়া যায়।

দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এমত অবস্থায় বিভিন্ন রাজ্যে যেমন পুরো লক ডাউন ঘোষণা করা হচ্ছে আবার কথাও ১৪৪ ধারা জারি হচ্ছে। পশ্চিমবঙ্গে চলছে বিধানসভা ভোট। এই বিধানসভা ভোটকে ঘিরে যে জন সভা কিংবা রাজনৈতিক র‍্যালি বেরিয়েছে তার ফলেও চারিদিকে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা।

অন্যদিকে একের পর এক দ্রষ্টব্য স্থান যেমন বন্ধ হয়ে যাচ্ছে, তেমনই অন্যদিকে বাতিল হচ্ছে পরীক্ষা এবং বন্ধ হচ্ছে সমস্ত রকম শিক্ষা প্রতিষ্ঠান। এমত অবস্থায় একের পর এক করোনা আক্রান্তের হদিস মিলছে। শুধু মাত্র সাধারণ মানুষ নয়। তারকারাও রীতিমত আক্রান্ত হচ্ছে করোনায়।

টলিউড থেকে বলিউড অসংখ্য তারকা একের পর এক নিজেদের করোনা আক্রান্ত হবার খবর পোস্ট করছেন সোশ্যাল মিডিইয়াতে। এবারে এই লিস্টে যোগ হলেন নতুন মা, অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। তিনি নিজেই নিজের সোশ্যাল মিডিয়াতে লিখেছেন যে, তিনি করোনা পজেটিভ এবং বর্তমানে আইসোলেশানে আছেন।

তার ছেলে ইউভান পরিচারিকার কাছে আছে। এছাড়াও তিনি নিজের সোশ্যাল মিডিয়াতে সকলকে করোনা ভাইরাস সম্পর্কে সতর্ক করেছেন এবং সুস্থ থাকতে অনুরোধ করেছেন।