পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গে চলছে বিধানসভা ভোট। এই বিধানসভা ভোট ঘিরেই সারা রাজ্যের পরিস্থিতি বেশ উত্তপ্ত। এমত অবস্থায় তৃনমূল, বিজেপি এবং সিপিআইএম এর ত্রিমুখী সংঘাতে যেন কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে পশ্চিমবঙ্গ। এমত অবস্থায় তৃণমূল এবং বিজেপির একে ওপরের ওপর বিভিন্ন বিষয় নিয়ে দোষারোপ যেন ভোটের আবহকে অন্য রূপ দিয়েছে।
ভোটের প্রাক্কালে একের পর এক প্রতিশ্রুতি দিয়ে চলেছে শাসক দল এবং বিরোধী পক্ষ। যার ফলে পুরো সরগরম হয়ে উঠেছে কেন্দ্র রাজ্য তরজা। একের পর এক নেতাদের দল বদলের সাথে সাথে বিভিন্ন সেলিব্রেটিদের তৃণমূল এবনহ বিজেপিতে যোগদান যেন এবারে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটকে অন্য মাত্রা দিয়েছে।
তৃণমূল এবং বিজেপি এর বিভিন্ন প্রতিশ্রুতির মধ্যে এবারে একেবারে অন্যতম হল একদা তৃণমূলের বিশাল নেতা তথা বর্তমান বিজেপির উল্লেখযোগ্য মুখ শুভেন্দু অধিকারী। একের পর এক জনসভায় তিনি বক্তৃতা দেবার সময় এক একটি বিস্ফোরক মন্তব্যের সাথে সকলকে বিস্মিত করে দিচ্ছেন।
এবারেও বাদ যায়নি। তৃতীয় দফা ভোটের আগেই রায়দিঘিতে বিজেপির হয়ে ভোট প্রচারে গিয়ে তিনি বলেন যে, বিজেপি জিতে রাজ্যে ক্ষমতায় এলেই রাজ্যবাসীকে ফিরিয়ে দেওয়া হবে তাদের বহু কষ্টার্জিত চিটফান্ডের সব টাকা। বক্তৃতার মাঝেই শুভেন্দু অধিকারী হঠাৎ করেই চিটফান্ড নিয়ে সরব হন।
যেহেতু তৃণমূল সরকার ক্ষমতায় এলে সবচেয়ে বড় কেলেঙ্কারি হয় সারদা নিয়ে। সেই ঘটনা নিয়েই কার্যত সরব হন অধিকারী। যেহেতু সেই সময় থেকে এখনও অবধি চিটফান্ড নিয়ে একের পর এক তৃণমূলের হেভিওয়েট নেতা গ্রেপ্তার হন সেক্ষেত্রে এই চিটফান্ড যে শাসক দলের একটা নরম জায়গা তা বলাই বাহুল্য।
এখন অপেক্ষা শুধু ২ রা মের। ওইদিন বিধানসভা ভোটের রেজাল্ট। এখন দেখার অপেক্ষা বাংলায় কি আবারও ঘাসফুল ফুটবে না এবারে বঙ্গে ফুটবে পদ্মফুল। আর শাসক এবং বিরোধীদের দেওয়া প্রতিশ্রুতি তারা কতদুর রাখে সেটা দেখার জন্যও মুখিয়ে আছে রাজ্যবাসী।