mamata banerjee, narendra modi, corona virus corona, corona vaccine
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ একুশের বিধানসভা নির্বাচনের ভোট প্রচারে এসে রীতিমত বারবার মুখ্যমন্ত্রী কে আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ‘পিএম কৃষক সম্মান নিধি’ চালু করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাস্তবায়ন করতে দেননি বলে কটাক্ষ করেন মোদী-শাহ। কারণ এর আগে দেশের প্রায় সমস্ত রাজ্যে চালু হয়ে গিয়েছিল এই প্রকল্প।

কেন্দ্রের এই প্রকল্পে কৃষকদের বার্ষিক ৬ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়ার কথা। তবে বঙ্গে বিজেপি সরকার না থাকায়, কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে বাধা দিচ্ছে, এই অভিযোগ বারবারই শোনা গিয়েছিল কেন্দ্রীয় নেতাদের কাছে। তবে বাংলায় পূর্ণ সংখ্যাগরিষ্ঠতার পেয়ে বিপুল ভোটে জয়লাভ করে তৃতীয়বারের জন্য বাংলার মসনদে বসলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

গতকাল তৃণমূল নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন এবং আজ বৃহস্পতিবার কেন্দ্রের প্রকল্প রাজ্যে বাস্তবায়ন করার জন্য প্রধানমন্ত্রীকে চিঠি লিখে পাঠিয়েছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় ‘পিএম কৃষক সম্মান নিধি’ চালু করার উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন। “পিএম কৃষক সম্মান নিধি’ প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য রাজ্যের তরফে ৩১.৭৯ লক্ষ কৃষকের নাম পাঠানো হয়েছিল। কিন্তু কেন্দ্রের পোর্টালে মাত্র ৯.৮৪ লক্ষ মানুষের নাম নথিভুক্ত হয়েছে। যে সংখ্যা খুবই সামান্য।”

আরও পরুনঃ ফের ধেয়ে আসছে আমফানের মত শক্তিশালী সুপার সাইক্লোন, চূড়ান্ত সর্তকতা আবহাওয়া দপ্তরের

এছাড়াও তিনি ওই চিঠিতে আরও লিখেছেন, “অপরদিকে রাজ্যের ‘কৃষক বন্ধু’ প্রকল্পের এখনো পর্যন্ত উপকৃত হয়েছেন ৫৭.৬৭ লক্ষ্য কৃষক। ‘কৃষক বন্ধু’ প্রকল্পের প্রশংসা করা উচিত কেন্দ্রের। ভোটের প্রচারে বারবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কৃষকদের কিষান নিধির গত তিন বছরের বকেয়া অর্থ বাবদ ১৮,০০০ টাকা দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। এবার সেই আশ্বাস বাস্তবায়িত করুন। তালিকা তো পাঠানোই হয়েছে।”

রাজ্যে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছিলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী। তার পাল্টা জবাবে টুইট করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তার পরের দিন অর্থাৎ আজ বৃহস্পতিবার “কিষান সম্মান নিধি” টাকার চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে পাঠালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা।

আরও পরুনঃ “আলো মানে ফিলিপ, আর পাগলা মানে দিলীপ; লকেট সেকেন্ড হ্যান্ড” – বললেন প্লে-বয় মদন মিত্র

নির্বাচনী প্রচারে এসে মোদী-শাহ সহ কেন্দ্রের একাধিক তাবড় নেতারা রাজ্যে এসে “আয়ুষ্মান ভারত” ও “পিএম কৃষক সম্মান নিধি” রাজ্যে বাস্তবায়ন না করার জন্য শাসকদল কে কাঠগড়ায় তুলেছিলেন। রাজ্যের গরিব মানুষ ও কৃষকদের তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠকাচ্ছেন বলে তোপ দাগেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেই রাজ্যে, কেন্দ্রের প্রকল্প চালু করার আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী চিঠি পাঠালেন কেন্দ্র সরকারের কাছে।

‘কৃষক সম্মান নিধি’-র পাশাপাশি মুখ্যমন্ত্রী চিঠিতে আরও লিখেছেন, “এর পাশাপাশি ৬০ বছর বয়সি কৃষকদের মৃত্যুতে ২ লক্ষ টাকা আর্থিক অনুদান দেওয়া হোক। এর আগেও কৃষিমন্ত্রকে চিঠি পাঠানো হয়েছে কিন্তু কোনও সদুত্তর আসেনি।’ এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা জানিয়েছেন, ‘আমি তো রোজই নানান বিষয়ে চিঠি লিখি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, কিন্তু উনি কোনও উত্তর দেননা। হয়ত উনি ব্যস্ত কিন্তু জবাব দেওয়াটা জরুরি।”