Ratna Chatterjee, Sovan Chatterjee, Baisakhi Banerjee, রত্না চ্যাটার্জি, শোভন চ্যাটার্জি, বৈশাখী ব্যানার্জি
ডিভোর্সের শুনানিতে বৈশাখীকে অপমান করার অভিযোগে স্ত্রী রত্নার বিরুদ্ধে নিশানা শোভন চ্যাটার্জীর

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ সম্প্রতি বিবাহ বিচ্ছেদ মামলার শুনানিতে স্ত্রীকে নিশানা করলেন প্রাক্তন মেয়র শোভন চ্যাটার্জি। শোভন চ্যাটার্জির সাথে এদিন শুনানিতে আদালতে উপস্থিত ছিলেন বৈশাখী ব্যানার্জি। তবে এই শুনানিতে নয়, প্রথম থেকেই প্রত্যেক শুনানিতে শোভনের হয়ে সাক্ষ্য দিয়েছেন বৈশাখী। তবে এদিন শুনানি দিতে গিয়ে রত্নার বিরুদ্ধে অভিযোগ আনলেন বৈশাখী। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে রত্নাদেবী।

প্রসঙ্গত, ২০১৭ সালে রত্নার বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের মামলা করেন শোভন চট্টোপাধ্যায়। জানা গিয়েছিল, পারিবারিক অশান্তি ও হিংসার কারণেই বিবাহ বিচ্ছেদ মামলা করেন শোভন চ্যাটার্জী। তবে পরবর্তীতে জানা যায়, প্রাক্তন মেয়র শোভন চ্যাটার্জির জীবনে তার বান্ধবী আশাতেই তাদের স্বামী-স্ত্রীর মধ্যে দূরত্বের সৃষ্টি হয়। তবে ২০১৭ সালে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করার পর থেকে সবসময় শোভনের পাশে থেকেছে তার বান্ধবী বৈশাখী।

এবারেও সোমবার শুনানিতে আলিপুর আদালতে উপস্থিত হন বৈশাখী ব্যানার্জি। শোভনের হয়ে সাক্ষ্য দেন তিনি। তবে এর আগেও রত্নার বিরুদ্ধে শোভনের হয়ে সাক্ষ্য দিয়েছেন শোভনের বান্ধবী বৈশাখী। বিভিন্ন তথ্য প্রমাণ দিয়েছেন আদালতে। সিডি আকারে রত্নাদেবীর পাঠানো কিছু ম্যাসেজ, সাক্ষাৎকার আদালতে পেশ করে শোভন চ্যাটার্জির বান্ধবী বৈশাখী। সম্প্রতি এবারেও রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ এনে শোভন চ্যাটার্জির হয়ে সাক্ষী দিলেন বৈশাখী।

সম্প্রতি গত সোমবার শুনানিতেও শোভনের হয়ে সাক্ষী দিতে আদালতে উপস্থিত ছিলেন বৈশাখী। এদিন তিনি রত্নাদেবীর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে বলেছেন, আগের শুনানিতে রত্নাদেবীর লোকজন অসভ্যতামি করছিল। তাকে সাক্ষ্য না দেওয়ার জন্য নানা রকম সমস্যা তৈরী করছিল।

এছাড়াও, এদিন বান্ধবী বৈশাখীর হয়ে স্ত্রী রত্নাদেবীকে নিশানা করলেন শোভন চ্যাটার্জী। তিনি জানান, আগের শুনানিতে তিনি আদালতের কাছে পুলিশি নিরাপত্তা চেয়েছিলেন। সেরকমই সোমবার পুলিশি নিরাপত্তায় আলিপুর আদালতে পৌঁছায় শোভন ও তার বান্ধবী বৈশাখী। বৈশাখী যাতে সাক্ষ্য দিতে না পারে তার বহু চেষ্টা করে স্ত্রী রত্না, কিন্তু সেই চেষ্টা সফল হয়নি – এই নিয়ে বান্ধবীর হয়ে স্ত্রীকে নিশানা করলো শোভন চ্যাটার্জি।