পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ দেশে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মারাত্মক আকার নিচ্ছে। রোজই লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। এমত অবস্থায় সকলকে ভ্যাকসিন দেওয়াটাই এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেক্ষেত্রে এতোদিন ৬০ এবং ৪৫ বছরের ঊর্ধ্বে ভ্যাক্সিন দেওয়া হচ্ছিল। কিন্তু গতকাল থেকেই সরকারি ভাবে ঘোষণা করা হয়েছে যে, ১৮ বছরের বেশী ছেলে মেয়েরাও নিতে পারবে করোনা ভ্যাকসিন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের চিকিৎসকদের সাথে বৈঠকের পরই এই সিদ্ধান্তে আসেন। সরকারি তরফে ঘোষণা করা হয়েছে যে, দেশের সমস্ত সরকারি হাসপাতাল এবং স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে পাওয়া যাচ্ছে এই ভ্যাকসিন এবং বেসরকারি ভাবে ২৫০ টাকা ধার্য করা হয়েছে করোনার টীকার জন্য।
বর্তমানে ১লা মে থেকেই ১৮ বছরের উপরে ছেলে মেয়েদের করোনার টীকা দেবার কথা ঘোষণা করেছে সরকার। এর জন্য যেটা প্রথমেই করতে হবে সেটা হল, COWIN অ্যাপে নিজের নাম নিবন্ধন করাতে হবে। তার জন্য কিছু নিয়ম অনুসরণ করতে হবে। সেগুলি হল-
- COWIN এর অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ cowin.gov.in ।এই ওয়েবসাইটে নিজের ১০ সংখ্যার মোবাইল নম্বর এবং আধার কার্ড নম্বর রেজিসট্রেশান করাতে হবে।
- এরপর উক্ত মোবাইল নম্বরে আসবে একটি ওটিপি।
- সেই ওটিপি নিবন্ধ করাতে হবে ওই ফর্মে।
- এরপর নিজের দরকার এবং সুবিধে মত তারিখ এবং সময় ঠিক করা যাবে।
- এরপর ওই দিন করোনা ভ্যাকসিন নিতে হবে।
- ভ্যাকসিন নেবার পর নিজের মোবাইল নম্বরে পাওয়া যাবে রেফারেন্স আইডি এবং সাথে থাকবে শংসাপত্র।
- যে কোনও একটি নথি থাকলেই টীকা গ্রাহন সম্ভব।
- নথি হিসাবে ব্যবহার করা যাবে আধার বা প্যান কার্ড বা ভোটার আইডি কিংবা ড্রাইভিং লাইসেন্স, ব্যাঙ্ক বা ডাক ঘরের পাস বই ইত্যাদি।