bjp, bjp joined sourav ganguly, narendra modi, সৌরভ গঙ্গোপাধ্যায়
ছবিঃ সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ বাংলাকে পাখির চোখ করেছে গেরুয়া শিবির। বিধানসভা ভোটের আগেই নিয়ম করে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী। ভোটের দিনক্ষণ প্রকাশ হয়ে গিয়েছে কিছুদিন আগেই। এরই মধ্যে ৭ ই মার্চ রাজ্যে জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আসন্ন বিধানসভার ভোটকে কেন্দ্র করে ব্রিগেডে জনসভা করবেন মোদিজি। ভোটের আগেই ব্রিগেডের জনসভাতে বক্তব্য রাখতে চলেছেন মোদীজি, সেদিকেই তাকিয়ে বঙ্গবাসী। তবে এবার ব্রিগেডে বিজেপির মঞ্চে মহারাজাকে দেখা যাবে কিনা সে দিকে উঠছে প্রশ্ন ? ভারতীয় প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে ব্রিগেডে মোদিজীর জনসভার মঞ্চে দেখা যাবে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

বছরের শুরুতেই তিনি শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন। বাংলার দাদার সঙ্গে দেখা করতে হাসপাতালে উপস্থিত হয়েছিলেন বিশিষ্ট রাজনীতিবিদরা। তা নিয়েই জল্পনা শুরু হয়েছিল। তারই মধ্যে সম্প্রতি রাজ্যপালের সাথে সৌরভ গাঙ্গুলি সাক্ষাৎ করবার পর জল্পনা ছড়িয়েছিল বহুদূর। এবার হয়তো ব্রিগেডে মোদীর মঞ্চে দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে।

বিসিসিআই প্রেসিডেন্ট তথা ভারতীয় প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলির কাছে বহুবার বিজেপি থেকে যোগদানের জন্য প্রস্তাব এসেছে। কিন্তু তিনি জানিয়েছেন রাজনীতিতে তিনি এখন যেতে চান না। তিনি জানিয়েছেন খেলার জগতে থাকতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন।

তবে মোদির জনসভায় কত মানুষের জমায়েত হবে তা নিয়ে প্রশ্ন ওঠায় গেরুয়া শিবিরের পক্ষ থেকে জানানো হয় ব্রিগেডে মোদির জনসভায় আট থেকে দশ লক্ষ মানুষের জমায়েত হবে। ব্রিগেডের ওই জনসভায় প্রধানমন্ত্রীর নিরাপত্তার’ কথা মাথায় রেখে ব্রিগেডের দুটি অস্থায়ী ওয়াচ টাওয়ারের নির্দেশ দিয়েছে গেরুয়া শিবির।

ইতিমধ্যেই কেন্দ্র থেকে কলকাতায় পৌঁছেছেন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তা বাহিনী। নিরাপত্তার কথা মাথায় রেখে ব্যারিকেড দিয়ে পুরো মাঠ ঘিরে দেওয়ার পরামর্শ দিয়েছে গেরুয়া শিবির।

ব্রিগেড মাঠে ব্যারিকেডের মাধ্যমে কয়েকটি জোনে ভাগ করে ফেলা হয়েছে। মাঠের যেকোনো এক দিক দিয়ে বিজেপি কর্মী ও সমর্থক রা ব্রিগেডে প্রবেশ করতে পারবেন। প্রথম ও দ্বিতীয় ক্যাটাগরির জনে শুধু তারাই প্রবেশ করতে পারবেন যাদের কাছে শুধুমাত্র কার্ড থাকবে। যেটা গেরুয়া শিবির থেকে দেওয়া হবে।

রাজ্যে ইতিমধ্যেই বেড়েছে তাপমাত্রার পারদ। তাপমাত্রার কথা মাথায় রেখেই মাঠের বিভিন্ন স্থানে জলের ব্যবস্থা করেছে বিজেপি। এছাড়াও ব্রিগেডের মূল মঞ্চটি ৩০ মিটার/৪0 মিটার এর করা হয়েছে। এই অতি গরমে সূর্যকিরণ থেকে রক্ষা পেতে মূল মঞ্চের ছাদের উপর থাকছে অগ্নি নিরোধক চাদর।