Karan Kundrra, Tejasswi Prakash, করণ কুন্দ্রা, তেজস্বী প্রকাশ
'বিগ বস' থেকে প্রেমের সুত্রপাত! অবশেষে সাত পাকে বাঁধা পড়তে চলেছে করণ এবং তেজস্বী

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ ‘বিগ বস’ খুব বিখ্যাত একটি রিয়ালিটি শো। ‘বিগ বস’ এর চার দেয়ালের মধ্যে যেমন সম্পর্কের ভাঙ্গন হয়, তেমনি নতুন নতুন সম্পর্ক গড়ে ওঠে। যেমন শেহনাজ গিল ও সিদ্ধাত শুক্লার মিষ্টি সম্পর্ক আজও মানুষের হৃদয়ে গেঁথে আছে। ঠিক তেমনি ‘বিগ বস ১৫’ এর সুপার হিট জুটি করণ এবং তেজস্বী প্রকাশ। এবার শোনা যাচ্ছে, তারা দুজনেই খুব শীঘ্রই সাত পাকে বাঁধা পড়তে চলেছে।

করণ কুন্দ্রা এবং তেজস্বী প্রকাশ দুজনেই বলিউডের দুটি খ্যাতনামা নাম। হিন্দি সিরিয়াল জগতে প্রথম সারির অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে তারা দুজনেই শামিল। বিগ বস-এর সেটেই তাদের মধ্যে প্রথম বন্ধুত্ব শুরু হয়। বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমে পরিণত হয়। বিগ বস শেষ হওয়ার পরও তারা অহরহ মেলামেশা করতে থাকে।

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ফটো তাদের শেয়ার হয়। ইতিমধ্যে তারা দুজনে দুবাইয়ে একত্রে একটি ফ্ল্যাটও কিনেছেন। এমনকি সোশ্যাল মিডিয়াতে একে অপরকে চুম্বন করতেও দেখা গেছে তাদের। তাদের প্রেম যে মাখো মাখো তা বেশ বোঝাই যাচ্ছিল। এবার সেই প্রেম পরিণত হতে চলেছে শুভ পরিণয়ে। সম্ভবত মার্চ মাসেই তাদের বিবাহ সম্পন্ন হতে চলেছে।

যদিও করণ বা তেজস্বী কেউই নিজের মুখে প্রকাশ করেননি। তাদের পরিবার থেকেও কোনোরূপ আপত্তি নেই বলেই জানা গিয়েছে। তারা দুজনেই তাদের কাজে যথেষ্ট প্রতিষ্ঠিত। তেজস্বী ‘নাগিন’ সিরিয়ালের জন্য প্রায় ঘরে ঘরেই বিখ্যাত। তাই এবার রিল জীবনের দুই সুপারহিট জুটি কিভাবে রিয়েল জীবনে একসঙ্গে সারা জীবন কাটাবে – সেটিই দেখার জন্য মুখিয়ে আছে তাদের অসংখ্য অনুরাগীরা।