পশ্চিমবঙ্গ ডেস্কঃ সকাল হতেই মেঘের চাদরে ঢেকে গিয়েছে গোটা রাজ্য। গত মঙ্গলবার থেকে নিম্নচাপের জেরে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আবহাওয়াবিদদের কথা মতো বৃহস্পতিবার ও শুক্রবার ভারী বৃষ্টির জেরে উত্তরবঙ্গের একাধিক জেলা জলমগ্ন হয়ে পড়েছে।
সেই পূর্ববর্তী নিম্নচাপের জের কেটে উঠতে না উঠতেই ফের মুখ ভার করে বসেছে আকাশ। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী গত রবিবার আবহাওয়ার উন্নতি হলেও, গতকাল সোমবার ভাপসা গরমে রীতিমতো সেদ্ধ হয়ে গিয়েছে বঙ্গবাসী। তবে আজ সকাল থেকেই বঙ্গের আকাশ জুড়ে অবস্থান করেছে কালো মেঘ। ইতিমধ্যেই আবার কোথাও কোথাও শুরু হয়ে গেছে বৃষ্টি।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর পাশাপাশি উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হয়ে চলেছে গত কয়েকদিন ধরে। যার জেরে পাহাড়ি এলাকায় ধ্বস নামার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
আজকের (Weather) আবহাওয়াঃ
আজ কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে। বাতাসে আদ্রতার পরিমাণ ৮১ শতাংশ। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আদ্রতা জনিত অস্বস্তি অনুভব করবে বঙ্গবাসী।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ থেকে উত্তরবঙ্গের আবহাওয়ার উন্নতি ঘটতে পারে। কিছুটা হলেও বৃষ্টির পরিমাণ স্বাভাবিক হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এর পাশাপাশি আজ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
আজ দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সাথে সাথে সঙ্গী হতে পারে মেঘের গর্জন। তবে আবহাওয়াবিদরা জানাচ্ছেন আগামী ৪ আগস্ট একটি ঘূর্ণবাত তৈরি হতে পারে। যেটি বাংলাদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গের উপরে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই ঘূর্ণবাত নিম্নচাপে পরিণত হবে কিনা তা এখনও স্পষ্ট নয়।