weather, আবহাওয়া, today weather, আজকের আবহাওয়া
রাতভর বৃষ্টিতে জলমগ্ন দক্ষিণবঙ্গ, আজও নেই রেহাই, সারাদিন ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের | ছবিঃ সংগৃহীত

আজকের আবহাওয়াঃ বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণবাত এর জেরে বঙ্গে হয়ে চলেছে ভারী বৃষ্টি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রবিবার থেকেই বঙ্গে বেড়েছে বৃষ্টির পরিমাণ। সোমবার সকাল থেকেই রাজ্যের আকাশ জুড়ে অবস্থান করেছে ঘন কালো মেঘ। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় দেখা দিয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি।

গতকাল রাতভর ভারী বৃষ্টির জেরে ইতিমধ্যেই শহরতলীর একাধিক অংশ জলমগ্ন হয়ে পড়েছে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণবাতটি বর্তমানে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে অবস্থান করেছে। যার জেরে প্রচুর পরিমাণ জলীয়বাষ্প বঙ্গে প্রবেশ করে বজ্রগর্ভ মেঘ হয়ে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হচ্ছে বাংলায়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বাংলাদেশের ওপর এই নিম্নচাপের প্রভাব থাকলেও, বেশি প্রভাব থাকবে ওড়িশা ও বাংলার উপকূলে।

weather, আবহাওয়া, today weather, আজকের আবহাওয়া
রাতভর বৃষ্টিতে জলমগ্ন দক্ষিণবঙ্গ, আজও নেই রেহাই, সারাদিন ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের | ছবিঃ সংগৃহীত

আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানা যাচ্ছে যে, এই নিম্নচাপের প্রভাব আগামী দুই-তিন দিন থাকবে দক্ষিণবঙ্গে। নিম্নচাপের জেরে সমুদ্রসৈকতের জল উত্তাল হয়ে উঠতে পারে, যার কারণে মৎস্যজীবীদের সমুদ্র যাত্রার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর।

আজ কলকাতার (Weather) আবহাওয়াঃ

আজ কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে। বাতাসে আদ্রতার পরিমাণ থাকবে ৯১ শতাংশ। আজ কলকাতায় সারাদিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

weather, আবহাওয়া, today weather, আজকের আবহাওয়া
রাতভর বৃষ্টিতে জলমগ্ন দক্ষিণবঙ্গ, আজও নেই রেহাই, সারাদিন ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের | ছবিঃ সংগৃহীত

আজ উত্তরবঙ্গের (Weather) আবহাওয়াঃ

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার ও মালদাহ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি মেঘের গর্জন তান্ডব দেখাবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

আজ দক্ষিনবঙ্গের (Weather) আবহাওয়াঃ

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, পূর্ব, মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং নদিয়া জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । সেখানে ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টিপাত হবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। এর পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ।