south eastern railway, দিঘা ট্রেন, হাওড়া, দক্ষিণ-পূর্ব রেল
হাওড়া-দিঘা সহ আগামীকাল থেকে প্রচুর ট্রেন চালু করতে চলেছে দক্ষিণ-পূর্ব রেল | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্ক: ভ্রমন প্রিয় মানুষদের জন্য সুখবর। আগামীকাল অর্থাৎ ৭ ই সেপ্টেম্বর থেকে দক্ষিণ-পূর্ব রেল সিদ্ধান্ত নিয়েছে বেশকিছু ট্রেন চালু করার জন্য। এদের মধ্যে রয়েছে হাওড়া-দিঘা-হাওড়া স্পেশাল সহ আরও অনেক ট্রেন।

জানিয়ে রাখি, করোনা ভাইরাসের দাপটের কারণে এখন যে সমস্ত ট্রেন চালানো হচ্ছে তাদেরকে ফেষ্টিভেল স্পেশাল ট্রেন হিসেবে নামকরন করেছে ভারতীয় রেল। সারাদেশে ভ্যাক্সিনেশন দ্রুতগতিতে হওয়ায় ভ্রমণপ্রিয় সাধারন মানুষ ফের বেরিয়ে পড়েছেন সমুদ্র ও পাহাড়ের দিকে। তাই তাদের সুবিধার্থে একসাথে প্রচুর পরিমাণে ট্রেন চালু করতে চলেছে দক্ষিণ পূর্ব রেল।

আসুন দেখে নেওয়া যাক ট্রেনের তালিকাগুলি এবং তারা কখন ও কোন স্টেশন থেকে ছাড়বে ?

  • ০২০২১/০২০২২ – হাওড়া-বারবিল-হাওড়া স্পেশালঃ-  ০২০২১ হাওড়া-বারবিল স্পেশাল প্রতিদিন হাওড়া থেকে সকাল ৬ঃ২০ মিনিটে ছাড়বে এবং একই দিনে দুপুর ১২ঃ৫৫ টায় বারবিল পৌঁছাবে। ফেরার দিক থেকে, ০২০২২ বারবিল-হাওড়া স্পেশাল বারবিল থেকে প্রতিদিন দুপুর ১৩ঃ৪৫ টায় ছাড়বে এবং একই দিনে রাত ২০ঃ৫৫ -এ হাওড়া পৌঁছাবে। ট্রেনটিতে চারটি এসি চেয়ার কার এবং চৌদ্দটি নন এসি চেয়ার কার কোচ থাকবে। এই ট্রেনটি এই মাসের ১২ ই সেপ্টেম্বর থেকে যাত্রা শুরু করবে।
  • ০২২৫৭/০২২৫৮হাওড়া-দিঘা-হাওড়া স্পেশালঃ ০২২৫৭ হাওড়া-দিঘা স্পেশাল প্রতিদিন হাওড়া থেকে সকাল ০৬ঃ৫০ টায় ছাড়বে একই দিনে ১০ঃ১৫ মিনিটে দিঘায় পৌঁছাবে। ফিরতি পথে, ০২২৫৮ দিঘা-হাওড়া স্পেশাল দিঘা থেকে প্রতিদিন সকাল ১০ঃ৩৫ মিনিটে ছাড়বে এবং একই দিনে দুপুর ১৩ঃ৫৫ মিনিটে হাওড়ায় পৌঁছাবে। ট্রেনে দুটি এসি চেয়ার কার এবং বারোটি নন এসি চেয়ার কার কোচ থাকবে। এই ট্রেনটি ৭ ই সেপ্টেম্বর থেকে চালু হবে।
  • ০৮০৮৯/০৮০৯০ – হাওড়া-তিরুপতি-হাওড়া-স্পেশালঃ ০৮০৮৯ হাওড়া-তিরুপতি স্পেশাল হাওড়া থেকে প্রতি শনিবার ১২ঃ৪০ টায় ছাড়বে এবং তিরুপতি পৌঁছাবে পরের দিন দুপুরে ১৩ঃ৫০ মিনিটে। প্রত্যাবর্তনের দিক থেকে, ০৮০৯০ তিরুপতি-হাওড়া স্পেশাল তিরুপতি থেকে প্রতি রবিবার বিকেল ১৬ঃ১৫ মিনিটে ছাড়বে এবং পরের দিন সন্ধ্যা ১৮ঃ৩০ মিনিটে হাওড়া পৌঁছাবে। ট্রেনটিতে ষোলটি এসি থ্রি টিয়ার কোচ থাকবে।
  • ০৮০৮৭/০৮০৮৮ – হাওড়া-যশবন্তপুর-হাওড়া স্পেশালঃ ০৮০৮৭ হাওড়া-যশবন্তপুর স্পেশাল হাওড়া থেকে প্রতি মঙ্গলবার ১২ঃ৪০ টায় ছাড়বে পরের দিন ২০ঃ৪০ টায় যশবন্তপুর পৌঁছাবে। প্রত্যাবর্তনের দিক থেকে, ০৮০৮৮ যশবন্তপুর-হাওড়া স্পেশাল যশবন্তপুর থেকে প্রতি বৃহস্পতিবার ০৯ঃ৫৫ টায় ছাড়বে এবং পরের দিন ১৮ঃ৩০ এ হাওড়া পৌঁছাবে। ট্রেনটিতে ষোল এসি থ্রি টিয়ার কোচ থাকবে। এই ট্রেনটি হাওড়া থেকে চালু হবে আগামী বছর জানুয়ারি মাসের ৪ তারিখে এবং যশবন্তপুর থেকে চালু হবে আগামী বছর জানুয়ারি মাসের ৬ তারিখে।
  • ০৮০১৯/০৮০২০ – ঝাড়গ্রাম-ধনবাদ-ঝাড়গ্রাম মেমু স্পেশালঃ ০৮০১৯ ঝাড়গ্রাম-ধনবাদ মেমু স্পেশাল প্রতিদিন ঝাড়গ্রাম থেকে সকাল ৬ঃ০০ টায় ছাড়বে, একই দিনে ১৩ঃ৪৫ মিনিটে ধানবাদ পৌঁছাবে। প্রত্যাবর্তনের দিক থেকে, ০৮০২০ ধনবাদ-ঝাড়গ্রাম মেমু স্পেশাল প্রতিদিন ধানবাদ থেকে ১৪ঃ১৫ মিনিটে ছাড়বে এবং একই দিন রাত ২১ঃ১৫ মিনিটে ঝাড়গ্রামে পৌঁছাবে। এই ট্রেনটি আগামীকাল ৭ ই সেপ্টেম্বর থেকে চালু হবে।
  • ০৮৪০৯/ ০৮৪১০ হাওড়া-পুরী-হাওড়া স্পেশালঃ ০৮৪০৯ হাওড়া-পুরী স্পেশাল প্রতিদিন হাওড়া থেকে ১৯ঃ০৫ ঘন্টায় ছাড়বে, পরের দিন ভোর ০৪ঃ৩০ টায় পুরী পৌঁছাবে। ফেরার দিক থেকে, ০৮৪১০ পুরী-হাওড়া স্পেশাল পুরী থেকে প্রতিদিন রাত ২২ঃ৪০ টায় ছাড়বে এবং পরের দিন সকাল ০৮ঃ০০ টায় হাওড়া পৌঁছাবে। হাওড়া থেকে এই ট্রেনটি চালু হবে আগামী ১৬ ই সেপ্টেম্বর এবং পুরী থেকে ট্রেন চালু হবে আগামী ১৫ ই সেপ্টেম্বর।

এছাড়া আগামীকাল অর্থাৎ ৭ ই সেপ্টেম্বর থেকে যে ট্রেনগুলো চালু হবে সেগুলি হলঃ-

  • 02829/02830 Howrah-Tatanagar-Howrah Special
  • 08627/08628 Howrah-Ranchi-Howrah Special
  • 68049/68050 Kharagpur-Bhadrak-Kharagpur MEMU
  • 58033/58034 Bokaro Steel City-Ranchi-Bokaro Steel City Passenger
  • 68041/68042 Adra-Barkakana-Adra MEMU