পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ বর্তমানে উরফি জাভেদ সোশ্যাল মিডিয়ায় বহুল চর্চিত একটি নাম। সম্প্রীতি তিনি মহারাষ্ট্রের বিজেপি-নেত্রী চিত্রা ওয়াগকে তাঁর ভবিষ্যত শাশুড়ি বলে সম্মোধন করে একটি পোস্ট করেছেন তার সোশ্যাল মিডিয়া পেজে। আর সেই কারণে তাকে ঘিরে ফের শুরু হয়েছে চর্চা।
অদ্ভুতুড়ে পোশাক আর ফ্যাশনের জন্য সবসময়ই খবরের শিরোনামে থাকেন উরফি জাভেদ। অদ্ভুত পোশাকের প্রতি উরফির অগাধ ভালবাসার কথা সকলেরই জানা। টেলিভিশনের এই জনপ্রিয় মুখ সোশ্যাল মিডিয়াতে নিজের পোশাকের ছবি ও ভিডিও দিয়ে অনুরাগীদের নজর টেনে রাখেন নিজের দিকে। তাতে ভরপুর ট্রোলিংয়ের শিকারও হতে হয় তাঁকে। তবে উরফি কোনও কিছুর যে পরোয়া করেন না তা তিনি বহুবার স্পষ্ট করে দিয়েছেন।
উরফি জাভেদ প্রকাশ্যে মুম্বাইয়ের রাস্তায় নগ্নতা ছড়াচ্ছেন বলে কটাক্ষ করেন মহারাষ্ট্রের বিজেপি নেত্রী চিত্রা ওয়াগ। তিনি বলেন, মুম্বাই পুলিশ যেনো উরফির বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেন। এই মন্তব্যের পর শোরগোল পরে যায় সোশ্যাল মিডিয়ায়। চিত্রা ওয়াগের এই মন্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় তার বিরুদ্ধে কটাক্ষ করলেন উরফি জাভেদ।
সোশ্যাল মিডিয়ায় উরফি একটি পোস্ট করেছেন। যেখানে মহারাষ্ট্রের বিজেপি-নেত্রী চিত্রা ওয়াগকে তাঁর ভবিষ্যত শাশুড়ি বলে সম্মোধন করেন তিনি। তার পর উরফির পোস্ট দেখে হাসাহাসি শুরু করেন নেটিজেনরা।
বর্তমানে টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সকল সোশাল মিডিয়ার ব্রেকিং নিউজ এটি। যা এখন ভীষণ ভাইরাল হয়ে উঠেছে। সব জায়গায় এখন উরফির এই পোস্ট নিয়ে চর্চা হচ্ছে। এর পাশাপাশি বিজেপি নেত্রীর ওই মন্তব্য নিয়ে সমালোচনাও শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।