today weather news, today's weather, weather, weather news, weather update, weather in west bengal, today kolkata's weather, আজকের আবহাওয়ার খবর, আজকের আবহাওয়া, আবহাওয়া, আবহাওয়ার খবর, আবহাওয়ার আপডেট, পশ্চিমবঙ্গের আবহাওয়া, আজকে কলকাতার আবহাওয়া
বাংলার দোরগোড়ায় বসন্ত! বেলা বাড়তেই দেখা ঘাম ঝরানো রোদের, দেখুন কেমন থাকবে আজকের আবহাওয়া

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ শীত বিদায় জানিয়ে, বাংলার দোরগোড়ায় এখন বসন্তকাল। ফাল্গুন মাসের শুরুতেই ভোররাতের দিকে হালকা শিরশিরানি ঠান্ডার আমেজ থাকলেও বেলা বাড়তেই উঠছে ঘাম ঝরানো রোদ। এখনো সকালের দিকে কুয়াশার হালকা পরশ দেখা গেলেও এই সপ্তাহের পর থেকে কুয়াশার দাপটে কমতে শুরু করবে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যে এই হালকা শীতের আমেজটুকুও উড়ে যাবে। চলতি মাসেই দিনের তাপমাত্রা ৩০ ডিগ্রি এর ঘর ছোঁবে। দেখে নিন কেমন থাকবে আজকের (১৮ই ফেব্রুয়ারী ২০২৩) আবহাওয়া –

আজকের আবহাওয়া
দিনের সর্বোচ্চ তাপমাত্রাঃ ২৮.২ ডিগ্রি সেলসিয়াস
দিনের সর্বনিম্ন তাপমাত্রাঃ ২১.৫ ডিগ্রি সেলসিয়াস
বাতাসের গতিবেগঃ ০ কিমি প্রতি ঘন্টা
বৃষ্টির সম্ভাবনাঃ নেই
দিনের সর্বোচ্চ জলীয়বাষ্পের পরিমাণঃ ৮৮ শতাংশ
দিনের সর্বনিম্ন জলীয়বাষ্পের পরিমাণঃ ৬৫ শতাংশ
সূর্যোদয়ঃ ৬টা ০৭মিনিট
সূর্যাস্তঃ ৫টা ৩৫মিনিট

উত্তরবঙ্গের আবহাওয়া
আজ ও কাল উত্তরবঙ্গের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। যদিও পরবর্তী ২ দিন তাপমাত্রা একই জায়গায় স্থির থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে গরম এখনই ধরা-চুড়ো পুরোপুরি আসরে না নামলেও ঠান্ডার দাপট অনেকটাই কমে এসেছে। সমতলের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে কোথাও কোথাও কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পং জেলায় আজ তেমন বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আগামী ৩-৪ দিন হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে উত্তরবঙ্গে তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩০ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে থাকবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আগামী ২ দিনের মধ্যে দক্ষিণবঙ্গে তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে এবং পরবর্তী ২ দিন তাপমাত্রা ওই একই জায়গায় স্থায়ী থাকবে। এই মুহূর্তে আগামী ৫ দিনের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। তবে সকাল ও বিকেলের দিকে মেঘলা আকাশ দেখা যেতে পারে। আগামী ৩ থেকে ৪ দিন গোটা দক্ষিণবঙ্গ জুড়ে হালকা কুয়াশা দেখা যাবে। তবে এখন থেকে আস্তে আস্তে কুয়াশার প্রকোপ কমতে শুরু করবে। কলকাতা থেকে দূরবর্তী জেলাগুলিতে রাতের দিকে সামান্য শীতের আমেজ লক্ষ্য করা গেলেও কলকাতার উপর শীত নেই বললেই চলে। এই মুহূর্তে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে।

আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ১৯ তারিখের পর দক্ষিণবঙ্গ থেকে কার্যত বিদায় নেবে শীত। ক্রমশ বাড়তে থাকবে দিনের সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা। সকালের দিকে কুয়াশার দাপট কমতে থাকবে এবং দুপুরে ঘাম দেওয়া রোদ উঠবে। তবে কলকাতা শহর থেকে দূরের জেলাগুলি ও পশ্চিমের জেলাগুলিতে আরো এক সপ্তাহ সন্ধ্যার পর সামান্য শীতের আমেজ টের পাওয়া যাবে। সকালের দিকে আকাশ মেঘলা থাকলেও আগামী কয়েকদিনের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ার তেমন সম্ভাবনা নেই। তবে আগামীকাল থেকে উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।