পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- আজকাল পুরোহিতরাও ১১ টাকা দক্ষিণা নিতে নারাজ, সেখানে মাত্র ১১ টাকায় একটি ছবির একটি গোটা গান গেয়ে দেওয়াটা সত্যিই অসম্ভব। আর এই অসম্ভবকে সম্ভব করে দেখালেন বলিউডের স্বনামধন্য গায়ক অরিজিৎ সিং। হ্যাঁ! আপনারা ঠিকই শুনছেন। ১১ টাকাতেই মন মাতানো গান উপহার দিলেন বাংলার দর্শককে অরিজিত সিং।
শুক্রবার মুক্তি পেতে চলেছে পরিচালক শ্রীজাত এর ছবি ‘মানবজমিন’। বলতে গেলে এটি তার পরিচালনায় প্রথম ছবি। এই ছবির একটি গান ‘মন রে কৃষি কাজ জানো না’, যেটি গেয়েছেন অরিজিত সিং। সিনেমা হলে ছবি রিলিজ হওয়ার পূর্বেই গানটি মন কেড়ে নিয়েছে হাজারো দর্শকের। কিন্তু এই গানের পেছনে রয়েছে এক রূপকথার গল্প।
পরিচালক শ্রীজাত গানটির জন্য অনুরোধ করেন অরিজিৎ সিং-কে। অরিজিৎ সিং ভীষণ সুন্দরভাবে গানটি গেয়েও দেন। এর পরেই আসে তারা পারিশ্রমিকের পালা। যখন অরিজিৎ সিং এর কাছে তার পারিশ্রমিক নিয়ে জানতে চান শ্রীজাত, তখন একেবারে না বলে দেন তিনি। তিনি শ্রীজাতর কাছ থেকে কোনরকম টাকা নিতে পারবেন না বলেন। অতঃপর খুব জোর করায় তিনি পারিশ্রমিক বাবদ ১০ টাকার একটি নোট এবং ১ টাকার একটি কয়েন দেওয়ার কথা বলেন।
এটা শুনলেও অবাক লাগে যে, এত বড় একজন গায়ক একটি গোটা গান গেয়ে দাবি করছেন মাত্র এগারো টাকা। কিন্তু পরিচালক শ্রীজাত তাতে কিছুতেই রাজি হননি। এরপর অরিজিৎ সিং তাকে বলেন তিনি কিছু বাচ্চাদের নিয়ে একটি ছোট্ট স্কুল চালান। তাই শ্রীজাতো যদি কিছু দিতেই চান, তবে যেন ওই স্কুলের নামে যা খুশি দিতে পারে।
এই কথা প্রসঙ্গে আরও বেশ কিছু কথা উঠে আসা অরিজিৎ সিং এর নামে। গরমের এক দিনে যখন গরম সহ্য করতে না পেরে এসি চালিয়েছিলেন শ্রীজাত, তাতে নাকি আপত্তি জানিয়েছিলেন অরিজিৎ সিং। পরিবেশকে ভালো রাখতে এবং অতিরিক্ত বিদ্যুতের বিল বাঁচাতে তিনি এসি ব্যবহারের বিরুদ্ধে।
এছাড়াও কিছুদিন আগে দেখা গিয়েছিল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তার সাদামাটা স্বভাব। তিনি আর সকল সেলিব্রিটিদের সাথে মঞ্চে না বসে, দর্শকদের স্থানে বসে অনুষ্ঠানটি উপভোগ করার পরিকল্পনা করেছিলেন। অবশেষে সকলের জোরজবরদস্তিতে মঞ্চে ওঠেন তিনি।
সত্যি এত বড় একজন গায়ক তাও আবার বলিউড ইন্ডাস্ট্রিতে, কিন্তু মনটা এখনো একজন অতি সাধারণ মাটির মানুষের। এই পর্যায়ে সাফল্য পাওয়ার পর এরকম সাধারণ জীবন যাপন করাটা এক প্রকার অসম্ভব। কিন্তু অরিজিৎ সিং খুব সাবলীলভাবেই এই জীবন যাপনে নিজেকে গড়ে তুলেছেন।