Jyotipriya Mallick, road accident, জ্যোতিপ্রিয় মল্লিক, সড়ক দুর্ঘটনা
ভয়াবহ সড়ক দুর্ঘটনার সম্মুখীন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ দশ চাকার ট্রাকের ধাক্কায় বড়সড় দুর্ঘটনার সম্মুখীন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তৎক্ষণাৎ পুলিশ আটক করেছে সেই ট্রাক এবং ট্রাক চালককে। বাড়িতে ফেরার পথে এই ভয়ংকর দুর্ঘটনার সম্মুখীন হলেন বনমন্ত্রী। বর্তমানে কেমন আছেন জ্যোতিপ্রিয় বাবু?

সূত্রের খবর, হাবরা থেকে সল্টলেকের দিকে বাড়ি ফেরার পথেই জ্যোতিপ্রিয় বাবুর সাথে ঘটে এই দুর্ঘটনা। গত সোমবার সন্ধ্যাকালীন সময়ে চরম দুর্ঘটনার মুখে পড়েন জ্যোতিপ্রিয় বাবু। জানা গিয়েছে দেগঙ্গা এবং নুরনগরের মাঝে এই দশ চাকার ট্রাক ধাক্কা মারে জ্যোতিপ্রিয় বাবুর গাড়িতে।

পুলিশি সূত্রে জানা গিয়েছে, ওই ট্রাকটি সবজি বোঝাই করে নিয়ে যাচ্ছিল। তবে ট্রাকটির গতিবেগ কম থাকায় সেরকমভাবে ক্ষতি হয়নি জ্যেতিপ্রিয় বাবুর। তবে তার গাড়িতে আঘাত লেগেছে। বনমন্ত্রী জানিয়েছেন, ঘটনাটি আচমকাই ঘটে, তবে তার শারীরিক কোনো ক্ষতি হয়নি।

তবে অন্যদিকে, আচমকা এই ঘটনা ঘটায় তৎক্ষণাৎ পুলিশ আটক করে সেই দশ চাকার ট্রাক এবং ট্রাক চালককে। তবে পরবর্তীতে ছেড়ে দেওয়া হয় সেই ট্রাক সমেত ট্রাক চালককে। সেদিন হঠাৎ এই ধরনের ঘটনা ঘটায় হতভম্ব হয়ে পড়েন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় বাবু। তবে পরবর্তীতে কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে তিনি সল্টলেকের বাড়ির দিকে রওনা দেন।