kolkata fire, rail office fire, কলকাতা অগ্নিকান্ড, রেল অফিসে অগ্নিকান্ড, fire in rail office
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ স্ট্র্যান্ড রোডে পূর্ব কয়লাঘাটা ভবনে সোমবার সন্ধ্যায় ভয়ংকর অগ্নিকান্ডের সৃষ্টি হয়। এখনো পর্যন্ত ওই অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ৯ জনের এবং মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

জানা গিয়েছে, সোমবার সন্ধ্যে ছটা দশ মিনিট নাগাদ স্ট্র্যান্ড রোড এর পূর্ব কয়লাঘাটার ওই ১৪ তলা ভবনটির ১৩ তলায় বিধ্বংসী আগুন লাগে। ১৩ তলা থেকে আগুনের লেলিহান শিখা নিচের ১২ তালাতেও এসে পৌঁছায়। ১২ তলাতে পূর্ব রেলের টিকিট বুকিং সিস্টেম এর সার্ভার বসানো ছিল। ১২ তলায় আগুন পৌঁছে তা সমস্তকিছুই পুড়ে ছারখার হয়ে গেছে।

ফলে পূর্ব ও উত্তর-পূর্ব রেলের টিকিট বুকিং-এ সমস্যা দেখা দিয়েছে। এই টিকিট বুকিং সার্ভার নষ্ট হওয়ার কারণেই টিকিট পাচ্ছেন না অনেক পথ যাত্রীরা। ভয়াবহ অগ্নিকাণ্ড সৃষ্টি হওয়ার কিছুক্ষণের মধ্যে সেখানে উপস্থিত হয় দমকলের একাধিক ইঞ্জিন। কিন্তু অগ্নিকাণ্ড ওই ভবনের ১৩ তালায় ঘটায় অসুবিধার মুখে পড়েছিলেন দমকল বাহিনীরা। ঘটনাটি অনেক উপরে ঘটায় সেখানে পৌঁছানোর জন্য তাদের কাছে যন্ত্রচালিত মই উপস্থিত ছিল না।

সেই জন্য দমকল বাহিনী সেখানে উপস্থিত হয়েও কোন কাজ করতে পারেননি। পরবর্তীতে যন্ত্রচালিত মই উপস্থিত হয় ঘটনাস্থলে। তারপরেই শুরু হয় অগ্নি নিয়ন্ত্রণের কাজ। অগ্নিকাণ্ড কিছুটা নিয়ন্ত্রণে আসার পর জানা গিয়েছে, ৯ জনের মৃত্যু হয়েছে ওই অগ্নিকাণ্ডে।

এর মধ্যে আছেন চারজন দমকলকর্মী এবং রেলের ডেপুটি চিফ কমার্শিয়াল ম্যানেজার পার্থসারথি মন্ডল, পুলিশের এক অফিসার এবং আরপিএফ এর মৃত্যু হয়েছে ওই ঘটনায়। প্রায় ৫ ঘণ্টা ধরে দমকল বাহিনীর চেষ্টায় অগ্নিকান্ড নিয়ন্ত্রনে আসে।

রাতে ঘটনাস্থলে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সেখানে জানান, ‘এটি রেলের অনেক পুরনো ভবন। ভয়াবহ দুর্ঘটনা’। তিনি আরো জানিয়েছেন, “মৃতদের পরিবারকে ১০ লক্ষ করে টাকা দেওয়া হবে এবং পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়া হবে”।

কলকাতার এই অগ্নিকাণ্ডে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী ট্যুইট করে জানিয়েছেন, “কলকাতায় অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় আমি শোকাহত।। দুঃখের এই মুহুর্তে, আমার চিন্তাভাবনা শোকসন্তপ্ত পরিবারের সাথে। গুরুতর আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি”।

এছাড়াও প্রধানমন্ত্রীর দফতরের পক্ষ থেকে জানিয়েছেন, কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ডে যাদের মৃত্যু হয়েছে। তাদের পরিবার পিছু ২ লক্ষ করে টাকা সাহায্য দেওয়া হবে কেন্দ্র সরকারের তরফ থেকে। এছাড়াও গুরুতর আহতদের কেউ ৫০ হাজার করে টাকা দেওয়া হবে বলে ট্যুইট করে জানানো হয়েছে।