পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহতার হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন রাজ্যে বাড়ছে ক্রমাগত সংক্রমণ। ইতিমধ্যেই বিশ্বে করোনা আক্রান্তের পরিসংখ্যানে ভারত তৃতীয় স্থানে রয়েছে।
তাই এই ভাইরাস আটকাতে মধ্যপ্রদেশে ফের লকডাউনের সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। শুক্রবার ৯ ই এপ্রিল ২০২১ সন্ধ্যে ছটা থেকে সোমবার ১২ ই এপ্রিল ২০২১ ভোর ছটা পর্যন্ত লকডাউন বহাল থাকবে। এরসাথে তৈরি হবে বিভিন্ন কনটেইনমেন্ট জোন। করোনা মোকাবিলায় বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলোতে বেড বৃদ্ধির নির্দেশ দেওয়ার সাথে ৫২ টি জেলায় করোনা কেয়ার সেন্টার তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
করোনার দ্বিতীয় ঢেউয়ে ভয়াবহ অবস্থা দেশের বিভিন্ন রাজ্যে। ২৪ ঘন্টায় নতুনভাবে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ২৬ হাজার ১৯৮ জন। মধ্যপ্রদেশে করোনা আক্রান্তের সংখ্যা মোট ৩ লক্ষ ১৮ হাজার ১৪ জনে দাঁড়িয়েছে। গত বুধবার নতুন করে আক্রান্ত হয়েছে ৪,০৪৩ জন। মৃত্যু হয়েছে ৪,০৮৬ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২১২৬ জন মানুষ। পরিসংখ্যান অনুযায়ী, এই দ্বিতীয় ঢেউ হার মানাচ্ছে ২০২০ সালের ভয়াবহতাকেও।
দেশের স্বাস্থ্যমন্ত্রকের মতে, মোট দশটি রাজ্যে গুরুতরভাবে বাড়ছে সংক্রমণ। তাদের মধ্যে রয়েছে পাঞ্জাব, ছত্রিশগড়, কেরালা, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, দিল্লি, তামিলনাড়ু, গুজরাট এবং কর্ণাটক। করোনার মোকাবিলায় এই রাজ্যগুলিতে বিশেষ নজর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এর আগে তামিলনাড়ু এবং মহারাষ্ট্রে করোনার দ্বিতীয় ঢেউ আসার পর বিক্ষিপ্তভাবে লকডাউন এর ঘোষণা করেছেন সেখানের রাজ্য সরকার।
এখন দেশের পাঁচটি রাজ্যের চলছে বিধানসভা নির্বাচন এবং তার কারণেই সেই সমস্ত রাজ্যগুলিতে যদি করোনার সংক্রমণের হার বৃদ্ধি পায় তবে সেখানে নির্বাচনের ফলাফল না আসা পর্যন্ত লকডাউন করা সম্ভব হবে না।