covid-19, covid app, coronavirus, corona, COVID-19 WEST BENGAL
চিত্র- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ অতিমারি করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে এ রাজ্যেও। ঝড়ের বেগে বেড়ে চলেছে সংক্রমণ। দৈনিক মৃত্যুর সংখ্যাও বেড়ে চলেছে। অতিমারি করোনা মোকাবিলায় বিশেষ অ্যাপ নিয়ে হাজির হল রাজ্য সরকার।

রাজ্য সরকারের এই অ্যাপের মাধ্যমে বাড়িতে বসেই আপনি জানতে পারবেন কোভিড সংক্রান্ত যাবতীয় বিষয়। কোভিড আক্রান্ত হলে কি কি করণীয় এবং পরীক্ষার প্রয়োজন আছে কিনা সে বিষয়ে উল্লেখ আছে এই অ্যাপে। করোনা পরীক্ষা করানোর পর রিপোর্ট পজেটিভ হলে পরবর্তী পদক্ষেপ গুলো কি করতে হবে, সেটিও উল্লেখ রয়েছে এই অ্যাপে।

করোনা আক্রান্ত রোগীকে নিয়ে হাসপাতালে দরজায় দরজায় ঘুরতে হবে না আর কাউকে। এমনকি অক্সিজেনের জন্য ছোটাছুটি করতে হবে না। এই অ্যাপের মাধ্যমে রাজ্যবাসী জানতে পারবে কোন হাসপাতালে, কত বেড খালি রয়েছে এবং কোন হাসপাতালে অক্সিজেনের যোগান রয়েছে। কোথায় অক্সিজেনের সিলিন্ডার পাওয়া যাবে। এছাড়াও করোনার ভ্যাকসিন কোন কোন হাসপাতালে মিলবে। সেসব যাবতীয় তথ্য এই অ্যাপের মাধ্যমেই পাওয়া যাবে।

covid-19, covid app, corona virus, corona
চিত্র- সংগৃহীত

রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, এই অ্যাপটি ব্যবহার করে কোভিড সংক্রান্ত যাবতীয় তথ্য পাবেন রাজ্যবাসী। প্রথমে অ্যাপটি প্লে স্টোরে গিয়ে ‘কোভিড-১৯ ওয়েস্টবেঙ্গল’ ( COVID-19 WEST BENGAL) লিখে সার্চ করলেই পেয়ে যাবেন বঙ্গবাসী। অ্যাপটি ফোনে ডাউনলোড করার পর নিজস্ব মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করলেই কোভিড সংক্রান্ত তথ্য সমস্ত কিছুই পেয়ে যাবেন।

আরও পড়ুনঃ ১৬ ই মে অবধি প্রচুর ট্রেন বাতিল, তবে শ্রমিকদের জন্য চলবে স্পেশাল ট্রেন, থাকছে হেল্পলাইন

এই অ্যাপের মাধ্যমে, বাড়ি থেকে করোনা চিকিৎসা চালাতে হবে কীভাবে সে বিষয়েও গাইডলাইন দেওয়া থাকবে বলে জানানো হয়েছে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। কেন্দ্র সরকারের তৈরি ‘কো-উইন’ অ্যাপের মাধ্যমে করোনা টিকা দেওয়ার কাজ চলছে। তবে এবার রাজ্য সরকার নিয়ে এলো ‘কোভিড’ অ্যাপ। এই অ্যাপটি ব্যবহার করে রাজ্যবাসী খুবই উপকৃত হবেন বলে মনে করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

covid-19, covid app, corona virus, corona
চিত্র- সংগৃহীত

গত সোমবার মন্ত্রিসভার ৪৪ জন সদস্য শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ অনুষ্ঠান পর্বের শেষে মন্ত্রীদের কে নিয়ে কোভিড পরিস্থিতির বিষয়ে নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে জানিয়ে রাখি, মন্ত্রিসভার সদস্যদের মধ্যে শপথ গ্রহণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে রেখেছেন একাধিক দপ্তর, তার মধ্যে স্বাস্থ্য দপ্তর রয়েছে তার হাতে। এর আগেও তিনি স্বাস্থ্য দপ্তরে ছিলেন।

আরও পড়ুনঃ মন্ত্রী পরিষদ : মমতার মন্ত্রীসভায় কার দায়িত্বে কোন দপ্তর ? এক নজরে দেখে নিন

এদিন পৌর ও নগর উন্নয়ন দপ্তরের দায়িত্ব নেন চন্দ্রিমা ভট্টাচার্য। দায়িত্বভার গ্রহণ করার পর অক্সিজেন সমস্যা নিয়ে আশ্বস্ত করেন তিনি এবং তিনি জানিয়েছেন, রাজ্যে খুব শিগগিরই মিটে যাবে অক্সিজেন এর সংকট। রাজ্যে অক্সিজেনের সংকট দেখা দেওয়ায় তিনি বিভিন্ন কারণ তুলে ধরেছেন। তার মধ্যে তিনি এদিন জানিয়েছেন, অনেক প্রাইভেট হাসপাতাল এবং নার্সিংহোম গুলি কোভিড বেড এমনভাবে বাড়িয়েছে, যেটা অক্সিজেন এর সঙ্গে যুক্ত করা যাচ্ছে না। তাতে করে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে। তবে রাজ্য সরকারের এই কোভিড অ্যাপ মানুষের খুবই সাহায্য করবে বলে জানিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য।