আবহাওয়া, আজকের আবহাওয়া, weather, today weather, today kolkata weather,
কালীপুজোর আগেই ঝড় বৃষ্টির পূর্বাভাস বঙ্গে, জানালো আলিপুর আবহাওয়া দপ্তর | চিত্ত্র - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণবাত সৃষ্টি হয়েছে। যা আগামী তিন দিনের মধ্যে নিম্নচাপে পরিণত হবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। গতকাল বঙ্গ জুড়ে আংশিক মেঘলা আকাশের দেখা মিলেছে, আবার কোথাও কোথাও দেখা মিলেছে দুই এক পশলা বৃষ্টির। তবে আজ সম্পূর্ণ মেঘ মুক্ত বঙ্গের আকাশ।

আজ বৃহস্পতিবার, আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। তবে আগামী ২৩ শে অক্টোবর বঙ্গোপসাগরে উপর সৃষ্ট ঘূর্ণবাতের জেরে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৌসাম ভবনের দেওয়ার রিপোর্ট অনুযায়ী, কালীপুজার আগেই ঝড়-বৃষ্টিতে ভাসবে বাংলা।

আজকের (Today Weather) আবহাওয়া:

আজ মহানগরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৫৯ শতাংশ। গতকালের তুলনায় আজ শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেয়েছে।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়া: আবহাওয়া দপ্তরের দেওয়ার রিপোর্ট অনুযায়ী, আজ উত্তরবঙ্গে কোনরকম বৃষ্টির পূর্বাভাস নেই। পাহাড়ি অঞ্চলে আপাতত আবহাওয়ার কোন পরিবর্তন ঘটবে না বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। ইতিমধ্যেই শীতের আমেজ অনুভব করতে শুরু করেছে পাহাড়ি অঞ্চলের মানুষ।

অন্যদিকে, উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গে আজ বৃষ্টির কোন পূর্বাভাস নেই। তবে ২৩ শে অক্টোবর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী আগামী ২৪ শে অক্টোবর উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরে ভারি থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। পাহাড়ি অঞ্চলে শীতের দেখা মিললেও আপাতত দক্ষিণবঙ্গে শীতের আগমন ঘটছে না, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।