bihar, patna, blue film in bihar railway station, বিহার, পাটনা, বিহারের রেলস্টেশনের টিভিতে চলল ব্লু ফিল্ম
আজব কাণ্ড! হঠাৎ বিহারের রেলস্টেশনের টিভিতে প্রায় ৩ মিনিট ধরে চলল ব্লু ফিল্ম

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ পাটনা স্টেশনে তিন মিনিট ধরে চলল নীল ছবি। যাত্রী থেকে আধিকারিক সকলেই পড়লেন বিড়ম্বনায়। দায়িত্ব প্রাপ্ত সংস্থার বিরুদ্ধে করা হলো এফআইআর।

বিহারের (Bihar) পাটনা (Patna) স্টেশনে রবিবার সকালে চরম বিড়ম্বনায় পড়লেন যাত্রী থেকে রেলের আধিকারিকরা। ছুটির সকালে সাড়ে ৯টা নাগাদ হঠাৎ করেই চমকে উঠলেন স্টেশনে উপস্থিত সকলে। কারণ ১০ নম্বর প্ল্যাটফর্মের টিভির পর্দায় হঠাৎই চলে উঠলো নীল ছবি (Blue Flim)। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় হলো ভাইরাল।

দিনটি ছিল রবিবার, ঘড়িতে সকাল সাড়ে ৯টা। ছুটির দিনের সকালে নিত্য যাত্রীদের ভিড় ছিল না ঠিকই। কিন্তু বেড়াতে যাওয়ার যাত্রীদের ভিড় সবে জমতে শুরু করেছিল পাটনা রেল স্টেশনে। ঠিক এই সময়ে ১০ নম্বর প্ল্যাটফর্মের টিভির পর্দায় তাকিয়ে চমকে গেলেন উপস্থিত যাত্রীরা। স্টেশনে সার দিয়ে লাগানো টিভির পর্দায় তখন চলতে শুরু করেছে নীল ছবি।

বিহারের পাটনা স্টেশনের ওই ১০ নম্বর প্ল্যাটফর্মে সেই সময় উপস্থিত ছিলেন বহু মহিলা এবং কমবয়সি কিশোর-কিশোরীও। তাঁদের সামনেই প্ল্যাটফর্মের টিভিতে এমন দৃশ্য চালু হওয়ায় অস্বস্তিতে পড়েন অধিকাংশ যাত্রী। দ্রুত যাত্রীদের তরফে অভিযোগ করা হয় জিআরপি এবং আরপিএফের আধিকারিকদের কাছে। তবে খবর পেয়েও সঙ্গে সঙ্গে ওই ভিডিয়ো বন্ধ করতে পারেনি জিআরপি। তবে সেই সময় একাধিক যাত্রী ভিডিওটি ব্লার করে পোস্ট করে দেয় সোশ্যাল মিডিয়ায়। আর কিছুক্ষণের মধ্যেই খবরটি হয়ে ওঠে ভাইরাল।

সূত্রের মাধ্যমে জানা গিয়েছে যে, রেল স্টেশনে লাগানো এই ধরনের টিভির পর্দায় সাধারণত বিজ্ঞাপন জাতীয় জিনিস দেখানো হয়। তাছাড়া দেখানো হয় বিভিন্ন খবরের ক্লিপিং। এমনকি, জনসচেতনতামূলক ভিডিয়োও দেখানো হয়ে থাকে কখনো কখনো। তবে ঠিক কি কি দেখানো হবে, তা ঠিক করে নির্দিষ্ট কোনো ভারপ্রাপ্ত এজেন্সি। রেলের তরফ থেকেও এই ধরনের ভিডিও দেখানোর জন্য নির্দিষ্ট এজেন্সিকেই বরাত দেওয়া হয়। আর তারাই বিষয়টি দেখাশোনা করেন।

জানা যায়, পাটনা রেল স্টেশনের ওই টেলিভিশনগুলিতে কী দেখানো হবে, তার বরাত দেওয়া ছিল দত্ত কমিউনিকেশন নামের একটি সংস্থাকে। ঘটনার পর পরই ওই সংস্থাকে ব্ল্যাকলিস্টেড করে দিয়েছে রেল। পাশাপাশি, তাদের জরিমানাও করা হয়েছে। দায়ের হয়েছে এফআইএর। এছাড়াও, শুধুমাত্র ১০ নম্বর প্ল্যাটফর্মের টেলিভিশনেই কেন নীল ছবিটি চলছিল, তা-ও জানতে চাইছে জিআরপি। কিন্তু যাত্রীদের অভিযোগ পাওয়ার পর পুরো প্রক্রিয়াটি বন্ধ করতে প্রায় তিন মিনিট সময় লেগে যায়। আর ওই তিন মিনিট ধরে প্ল্যাটফর্মের সমস্ত টিভি পর্দায় টানা চলতে থাকে পর্ন ছবির দৃশ্য।