পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- প্রকাশ্যে এল রাজস্থানের চাঞ্চল্যকর রিপোর্ট। এই রিপোর্টে জানা গিয়েছে, ঋণ মেটাতে না পারলে সেই ঋণের টাকা শোধ করতে অল্প বয়সী মেয়েদেরকে বিক্রি করা হচ্ছে। এক সংবাদমাধ্যম দাবি করেছে যে, রাজস্থানের ৬ টি জেলায় ঋণ মেটাতে না পারলে ঠিক এমনটাই করা হচ্ছে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই বিস্ফোরক রূপ ধারণ করল মানবাধিকার কমিশন (National Human Rights Commission)। মানবাধিকার কমিশন গত বৃহস্পতিবার কংগ্রেস শাসিত রাজ্যের মুখ্য সচিব এর কাছ থেকে এই বিষয়ে জানার জন্য চিঠি দিয়েছে। এছাড়া মানবাধিকার কমিশন এই বিষয়ে রিপোর্ট চেয়ে চার সপ্তাহ সময় দিয়েছে আশোক সরকারকে।
একই প্রসঙ্গ থেকে জানা গিয়েছে যে, অল্প বয়সী মেয়েদের বিক্রি করে ঋণ শোধ করার কাজটি করা হচ্ছে রীতিমতো স্টাম্প পেপার এবং সই সাবুদ এর মাধ্যমে। এই নিলামে যে সর্বোচ্চ দাম দিচ্ছে তিনিই হচ্ছে ওই নিলামের বিজয়ী। তবে এই অমানুষিকতার শেষ এখানেই নয়, ওই নিলামে যদি কেউ বাধা দিতে আসছে তবে পঞ্চায়েতের নির্দেশে অনুযায়ী নিলামি হয়া মেয়েদের মায়েদেরকেও ধর্ষণ করা হচ্ছে বলে জানা গিয়েছে।
NHRC (National Human Rights Commission) issued a notice to Rajasthan govt on reports that girls, aged b/w 8-18, in half a dozen districts of Rajasthan are sold on Stamp Paper, & if not, their mothers are subjected to rape on diktats of caste panchayats for settlement of disputes. pic.twitter.com/4MFzutRgNT
— ANI (@ANI) October 27, 2022
এই অমানবিক ঘটনাকে কেন্দ্র করে মানবাধিকার কমিশনের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, “দুই পক্ষের মধ্যে লেনদেন বা ঋণ পরিশোধ সংক্রান্ত কোনও সমস্যা দেখা দিলেই সেই টাকা উদ্ধারের জন্য নিলামে তোলা হচ্ছে ৮ থেকে ১৮ বছর বয়সি মেয়েদের। এই সব মেয়েদের পাঠানো হচ্ছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মুম্বই, দিল্লি এমনকী বিদেশেও। তাদের সঙ্গে ক্রীতদাসীর মতো আচরণ করে শারীরিক হেনস্তা, অত্যাচার ও যৌন নিপীড়ন করা হচ্ছে।”
মানবাধিকার কমিশনের তরফ থেকে নোটিশ পাঠানো হয়েছে রাজস্থান পুলিশ কর্তাকে এবং এই বিষয়ে রাজস্থান সরকারের কাছে মানবাধিকার কমিশন বিস্তারিত রিপোর্ট চেয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও গ্রাম পঞ্চায়েতের কার্যাবলী সম্পর্কে যে সরকার কতটা ওয়াকিবহাল, তাও জানতে চেয়েছে মানবাধিকার কমিশন। তবে যদি স্বাভাবিকভাবেই কমিশনের উদ্যোগে এই রিপোর্টটি সত্যি হয়ে থাকে তবে রাজস্থান ব্যাপকহারে মানবাধিকার লঙ্ঘিত করা হচ্ছে।