পশ্চিমবঙ্গ ডেস্কঃ মরন রোগে জড়িয়েছে বিশ্ব। গত ২০২০ সালের প্রথম দিক থেকেই বিশ্বজুড়ে করোনা মহামারির প্রকপ শুরু হয়। এই মহামারির জেরে দেশে লক্ষাধির বেশি মানুষের মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই করোনার টিকা করন শুরু হয়েছে দেশজুড়ে। করোনার প্রকোপ কিছুটা কমলেও। ফের করোনার দ্বিতীয় স্ট্রেন এসে হামলা চালাচ্ছে বিশ্বজুড়ে।
করোনার এই দ্বিতীয় স্ট্রেন থেকে মুক্তি পাওয়ার জন্য মাক্স ও স্যানিটাইজার ব্যবহার করতে বলা হচ্ছে। তবে সাধারণ মানুষ তা না মানায় জরিমানার পথে হাঁটল ছত্রিশগড় সরকার।
ছত্রিশগড়ে করোনা ভাইরাসের সংক্রমণ ইতিমধ্যেই বেড়ে চলেছে। গতকাল বৃহস্পতিবার ছত্রিশগড়ের করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২,৪১৯ জন এবং মৃত্যু হয়েছে ১৪ জন মানুষের। করোনা ভাইরাসের সংক্রমণ রুখতেই ছত্রিশগড় সরকার বারবার জানিয়েছে, প্রকাশ্যে মাক্স ব্যবহার করুন এবং দূরত্ব বিধি মেনে চলুন। কিন্তু সাধারণ মানুষ তা না মানায় কড়া নিয়ম ছত্রিশগড় সরকারের।
প্রকাশ্যে মাক্স ব্যবহার না করলেই দিতে হবে ৫০০ টাকা জরিমানা। গতকাল বৃহস্পতিবার আক্রান্ত সংখ্যা বৃদ্ধির ফলেই শুক্রবার সকালে এমন উদ্যোগ নিলেন ছত্রিশগড় সরকার।
ছত্রিশগড় সরকার জানিয়েছে, সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে এবং সতর্ক করা হচ্ছে। তারপরও সাধারণ মানুষ সরকারের কথা অমান্য করে চলেছে। প্রকাশ্যে বেড়ালে কারো মুখে মাক্স দেখা যাচ্ছে না। তার ফলেই আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে।
শুক্রবার সকালে ছত্রিশগড় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রকাশ্যে বেরিয়ে যদি কারো মুখে মাক্স না দেখা যায় বা না থাকে। সেই ব্যক্তিকে ৫০০ টাকা জরিমানা করা হবে। এছাড়াও ছত্রিশগড় সরকার জানিয়েছেন, এই মরণবিধি রোগ কে রুখতে দূরত্ব বিধি মেনে চলুন এবং মাক্স ব্যবহার করুন।