black day of india, indian army, PM narendra modi, arjun tank, arjun mark 1a,
ছবিঃ সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ জম্মু-কাশ্মীরের ২০১৯ সালের ১৪ই ফেব্রুয়ারি অর্থাৎ এই দিনে পুলওয়ামা জঙ্গি হামলায় ৪০ জন জাওয়ান শহীদ হয়েছিলেন। এই দিনটিকে স্মরণ করে দেশের প্রধানমন্ত্রী ভারতীয় সেনাবাহিনীদের হাতে তুলে দিলেন ১১৮ অত্যাধুনিক যুদ্ধ ট্যাঙ্ক ‘অর্জুন মার্ক ওয়ান এ’।

চেন্নাইয়ের জহরলাল নেহেরু স্টেডিয়ামে আয়োজিত একটি অনুষ্ঠানে সেনাপ্রধান এমএম নারাভানের হাতে দেশীয় প্রযুক্তিতে তৈরি অর্জুন ‘মেন ব্যাটেল ট্যাঙ্ক’ তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘অর্জুন মার্ক ওয়ান এ’ ট্যাঙ্কটি বানানো হয়েছে ভারতের মাটি কে মজবুত করার জন্য।

১১৮ টি অর্জুন ট্যাংক প্রস্তুতিতে বরাদ্দ হয়েছে ৮,৪০০ কোটি টাকা। অর্জুন ট্যাংকের ওজন ৬৮ টন। এই ৬৮ টন ওজনের অর্জুন ট্যাঙ্ক আবহাওয়ার যেকোনো পরিস্থিতিতে কাজ করতে সক্ষম। আগের অর্জুন মডেলের থেকে এই মডেলটিতে যোগ করা হয়েছে ৭৯ টি নতুন ফিচারস। আগের ট্যাংকের তুলনায় এই অর্জুন ট্যাংকে রয়েছে অধিক অস্ত্র বহনের ক্ষমতা এবং ট্যাঙ্কটি দ্রুতগতিসম্পন্ন।

‘অর্জুন মার্ক ওয়ান এ’ ট্যাঙ্কটিতে বসানো আছে একশো কুড়ি কিলোমিটার রাইফেল গান যা দুষ্কৃতীদের আড্ডা দূর থেকেই ধ্বংস করতে সক্ষম। এছাড়া অর্জুনের এই ট্যাঙ্কটিতে ‘অটো টার্গেট ট্রাকিং সিস্টেম’ রয়েছে। যার ফলে যেকোনো চলমান বস্তুকে নিশানায় আনতে পারে এই ট্যাঙ্ক। এছাড়াও আরও অনেক বৈশিষ্ট্য রয়েছে ‘অর্জুন মার্ক ওয়ান এ’ ট্যাঙ্ক-এর। অর্জুন ট্যাঙ্ক রাতের অন্ধকারেও দুষ্কৃতীদের উপর নির্ভুল ভাবে নিশানা লাগাতে পারবে। তার জন্য ব্যবহার করা হয়েছে নাইট ভিশন। এছাড়া অর্জুন ট্যাঙ্ক-এর বড় একটি ফিচারস হল, যে কোনো রকমের শক্তিশালী মিসাইল এটি থেকে ব্যবহার করা যাবে।

‘ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’ ওরফে ডিআরডিও-র অধীনে ‘অর্জুন মার্ক ওয়ান এ’ ট্যাঙ্কটির নকশা ও নির্মাণ করা হয়েছে। এই ট্যাঙ্কটি নির্মাণে প্রায় আট হাজার কর্মী নিযুক্ত করা হয়েছিল।