পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- বিবাহের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার খবর প্রায়ই আমাদের চোখে পড়ে। এমনই এক ঘটনা ঘটে গেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক গবেষক ছাত্রীর সঙ্গে। ছাত্রীটির মন্তব্য, ওই বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক বিবাহের প্রতিশ্রুতি দিয়ে তার সাথে সম্পর্ক স্থাপন করেন এবং শারীরিক সম্পর্কে লিপ্ত হন।
ছাত্রীটির বক্তব্য, বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হওয়ার পর থেকে অধ্যাপকের সাথে তার পরিচয় হয়। সেই অধ্যাপক ছাত্রীটির প্রতি আকৃষ্টতা জাহির করেন। অপর প্রান্তে গবেষক ছাত্রীও অধ্যাপকের ব্যাপারে দুর্বল ছিলেন।
নোটস নেওয়া থেকে শুরু করে কথোপকথন এগোয়। অধ্যাপক তাকে নোটসের ব্যাপারে ফোন করতে বলেন। ধীরে ধীরে তাদের সম্পর্ক এগোয়। এরপর অধ্যাপক তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক স্থাপন এবং একাধিকবার সহবাস করেন।
এর কিছুদিন পর ওই অধ্যাপক ছাত্রীটিকে খানিকটা এড়িয়ে যেতে শুরু করেন। তিনি ফোন রিসিভ করা বন্ধ করে দেন এবং বিয়ের কথাটি পুরোপুরিভাবেই অস্বীকার করেন।
পরবর্তীকালে গবেষক ছাত্রী এই পুরো ব্যাপারটি যাদবপুর থানার পুলিশের কাছে ব্যক্ত করেন। এর পাশাপাশি বিশ্ববিদ্যালয় ইন্টার্নাল কমপ্লেইন সেলে ঘটনাটি জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতে, ভারতের আইন মেনে ওই ছাত্রীটি উচিত পদক্ষেপ গ্রহণ করেছে। থানায় ঘটনাটি সম্পর্কে জানানো হয়েছে। পুলিশ যথারীতি তদন্তে নেমেছে এবং বিশ্ববিদ্যালয়ের ইন্টার্নাল কমপ্লেন সেলও ঘটনাটি তদন্ত করে দেখবে। অভিযুক্ত ব্যক্তি দোষী প্রমাণিত হলে কড়া পদক্ষেপ নেওয়া হবে।