মমতা বন্দ্যোপাধ্যায়, টিএমসি, mamata banerjee, tmc
ছবিঃ ফেসবুক

পশ্চিমবঙ্গ ডেস্কঃ নির্বাচনী প্রচার কে কেন্দ্র করেই উত্তপ্ত বাংলা। রাজনৈতিক দলগুলি প্রতিনিয়ত একাধিক নির্বাচনী প্রচার করে চলেছে। নিয়ম করে রাজ্যে নির্বাচনী প্রচারে আসছেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কিছুতে কম যাচ্ছেন না।

বঙ্গে বিধানসভা নির্বাচনী ভোটের প্রচার তিনি একাই করছেন বলা বাহুল্য। প্রতিনিয়ত চারটে করে সভা করে চলেছেন তৃণমূল সুপ্রিমো। ভোটগ্রহণের ৭২ ঘন্টা আগে নির্বাচনী প্রচার বন্ধ করতে হবে বলে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন।

আগামী কাল শনিবার পঞ্চম দফার ভোট। নির্বাচন কমিশনের কথা মেনেই ষষ্ঠ দফার ভোটের জন্য আজ প্রচার করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ শুক্রবার দলীয় প্রার্থীর হয়ে প্রথম জনসভা করেন নবদ্বীপ বিধানসভা কেন্দ্রে। নবদ্বীপ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ‘পুণ্ডরীকাক্ষ সাহা’। পুণ্ডরীকাক্ষ সাহার হয়েই নবদ্বীপে প্রচারে গিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যে নির্বাচনী প্রচারে এসে একাধিক সভায় দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলা ভাষায় কথা বলা নিয়ে কটাক্ষ করতে ছাড়েন না মমতা। তবে এবার নিজের মাতৃ ভাষায় নিজ দলীয় প্রার্থীর নাম উচ্চারণ করতে গিয়ে দাঁত ভেঙে গেল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়-এর।

একাধিকবার উচ্চারণ করার পরও সঠিকভাবে উচ্চারণ করতে পারলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। শেষমেষ তিনি বলে উঠলেন, “বাপরে বাপ”।

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবদ্বীপ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পুণ্ডরীকাক্ষ সাহার নাম উচ্চারণ করতে গিয়ে সর্বপ্রথম বলে উঠলেন পুণ্ডরাক্ষ সাহা। এরপর তিনি নিজের ভুল ধরতে পেরে আবারো প্রার্থীর নাম উচ্চারণ করেন। দ্বিতীয়বার তিনি বলে ওঠেন, পুণ্ডরাকক্ষ । দ্বিতীয়বারও তিনি ঠিক ভাবে উচ্চারণ করতে পারলেন না নিজ দলীয় প্রার্থীর নাম। শেষমেষ তিনি বলে উঠলেন, “বাপরে বাপ মুখ ভেঙ্গে যাবে এত বড় নাম।” এরপর তিনি বলেন, “ওর আর এক নাম নন্দ আপনারা সবাই চেনেন। ও খুব নিঃস্বার্থ রাজনৈতিক কর্মী এবং নবদ্বীপে ওকে গান্ধীজিও বলা হয়, মানুষক ওকে এতটাই ভালোবাসে।”