west bengal politics, sukanta majumdar, anubrata mondal, tmc, bjp
"ওরকম পচা আলু তৃণমূলেই মানায়," বিজেপি রাজ্য সভাপতির নিশানায় অনুব্রত মন্ডল | চিত্র - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ বীরভূমের তৃণমূল বিধায়ক অনুব্রত মণ্ডলকে নিশানায় নিয়ে এবার তোপ দাগলেন সুকান্ত মজুমদার। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দুর্গাপুরের বিধায়ক কাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। সেই অনুষ্ঠানে উপস্থিত হয়ে তৃণমূল বিধায়ক অনুব্রত মণ্ডল কে পচা আলুর সঙ্গে তুলনা করেন সুকান্ত মজুমদার।

অনুব্রত মণ্ডলকে নিশানায় নিয়ে তীব্র আক্রমণ করে সুকান্ত মজুমদার বলেন, “ওরকম পচা আলু বিজেপিতে নেওয়া যাবে না। আমি যতদিন রাজ্য সভাপতি আছি, এমন পচা আলু আমরা রাখব না। ওরকম পচা আলু তৃণমূলে মানায়।” জানিয়ে রাখি, বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডল বর্তমানে গরু পাচার কাণ্ডের জেরে জেলে রয়েছেন। গরু পাচার মামলায় গ্রেপ্তার হওয়ার পর তার আইনজীবী আদালতে একাধিকবার জামিনের আর্জি জানালেও এখনো পর্যন্ত জামিন পাননি অনুব্রত মণ্ডল। গত শনিবার অনুব্রত মণ্ডলের আইনজীবী ফের জামিনের আর্জি জানিয়ে ছিলেন আদালতে, কিন্তু সেই আর্জি খারিজ করে দেয় আলিপুর আদালত। কেন জামিনের আর্জি বারবার প্রত্যাখ্যান করেছে আদালত, সে বিষয়ে প্রশ্ন তোলেন অনুব্রত মণ্ডলের আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত।

অনুব্রত মণ্ডলের জামিনের আর্জি বারবার প্রত্যাখ্যান করার বিষয়টিকে কেন্দ্র করে আদালতে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডলের আইনজীবী জানিয়েছিলেন, “বার বার প্রভাবশালী তত্ত্বে ওনার জামিনের আবেদন খারিজ করে দেওয়া হচ্ছে। সিবিআই বার বার ওনার প্রভাবশালী তত্ত্বটি আনছে। যে চার্জশিট দেওয়া হয়েছে অনুব্রত মণ্ডলের নামে, সেখানে তাঁকে একটি বিশেষ রাজনৈতিক দলের জেলা সভাপতি হিসেবে চিহ্নিত করা হয়েছে। এটা কি করা যায়? তাহলে কি ধরে নেওয়া যেতে পারে, উনি রাজনীতি থেকে সন্ন্যাস নেন কিংবা যদি ক্যাম্প বদল করেন, তাহলে কি ওনার প্রভাবশালী তকমা ঘুচবে? তবেই কি উনি জামিন পাবেন?”

অনুব্রত মণ্ডলের আইনজীবীর এমন মন্তব্যকে কেন্দ্র করেই, অনুব্রত মণ্ডল কে পচা আলুর সঙ্গে তুলনা করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তবে বিজেপির রাজ্য সভাপতির এমন মন্তব্যের পাল্টা জবাব দিতে ভোলেনি ঘাসফুল শিবির। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কে নিশানা নিয়ে তৃণমূলের বীরভূম সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, “সুকান্ত মজুমদার কতদিন রাজনীতিতে এসেছেন? আর অনুব্রত মণ্ডল কতদিন? উনি অনুব্রত মণ্ডল সম্পর্কে বলছেন? সুকান্ত মজুমদার তো কোনও বস্তুর মধ্য়েই পড়েন না। সম্ভবত বিজেপি রাজ্য নেতৃত্ব থেকে ওনাকে সরিয়ে অন্য রাজ্য নেতৃত্ব আনতে চলেছে। ওনার এসব বলা সাজে না।”