পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ গতকাল অর্থাৎ সোমবার রাতে ভূমিকম্পে কেঁপে উঠল রাজ্য এবং রাজ্যের একাধিক জেলা। হঠাৎ ই রাত ৮ টা ৫০ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয় রাজ্য জুড়ে। ফলে সাধারণ মানুষের মনে আতঙ্কের সঞ্চার হয়। এই বছরে এটি প্রথম ভূমিকম্প বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
হঠাৎ ই সোমবার রাত ৮ টা ৫০ মিনিট নাগাদ সারা রাজ্য জুড়ে হঠাৎ করে কম্পন অনুভত হয়। পশ্চিমবঙ্গ ছাড়াও এই কম্পন অনুভূত হয় আরও একাধিক রাজ্যে। আসাম, বিহার, ঝাড়খণ্ডেও একই ভাবে ভূমিকম্প অনুভত হয়। হঠাৎ ই কম্পন অনুভূত হওয়া জায়গা গুলিতে সাধারণ মানুষের মধ্যে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।
Earthquake tremors also felt in parts of Assam, Bihar and West Bengal.
— ANI (@ANI) April 5, 2021
এই বছরই এটা প্রথম ভূমিকম্প যা পরিষ্কার ভাবে অনুভব করল রাজ্যবাসী। রাত ৮ টা ৫০ নাগাদ হঠাৎ ই কম্পন অনুভব করেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা। প্রধানত উত্তরবঙ্গের কোচবিহার, শিলিগুড়ি, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদা, জলপাইগুড়ি, মুর্শিদাবাদ, বীরভূম সহ একাধিক জেলায় এই কম্পন অনুভূত হয়।
পশ্চিমবঙ্গ ছাড়াও পাটনা, কাটিহার, কিশোরগঞ্জেও কম্পন অনুভূত হয় বলে জানা যায়। যেহেতু ভূমিকম্পের উৎসস্থল ছিল গ্যাংটক। সেহেতু উত্তরবঙ্গে বেশী কম্পন অনুভূত হয়। এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল গ্যাংটক। তাই সেখানে সর্বাধিক কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্সেসগদে
রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.২, যাকে একেবারে মৃদু কম্পন বলা যায়না। এই কম্পনের স্থায়িত্ব ছিল ৭-৮ সেকেন্ড। যদিও কোনও ক্ষয়ক্ষতির কথা জানা যায়না। শুধু সাধারণ মানুষের মনে আতঙ্কের সঞ্চার হয়েছিল। যদিও বিশেষজ্ঞদের মতে এই নিয়ে চিন্তার কোনও কারণ নেই। এমনটা হতেই পারে।