পশ্চিমবঙ্গ ডেস্কঃ আজ সোমবারের ব্যাস্ত দুপুরে বউ বাজারের একটি বহুতল বাড়িতে হঠাৎ ভয়াবহ আগুন লাগলো। ঘটনাটি ঠিক বউবাজার থানার উল্টোদিকে শম্ভু লেনে। শম্ভু লেনে অবস্থিত বহুতলা বাড়িটিতে লাগে আগুন । কিভাবে লাগলো আগুন ?
ঘটনাটি ঠিক কখন ঘটে সঠিক সময় জানা যায়নি এখনও। তবে ঘটনাটি দুপুর ১২ টা থেকে ৩ টে-এর মধ্যে ঘটেছে বলে জানা গিয়েছে। আগুন লাগার সঙ্গে সঙ্গেই দমকল কে ফোন করা হয়। বহুতল বাড়িটি ঘিঞ্জি এলাকায় হাওয়াই আগুনের শিখা ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল।
কিন্তু আগুনের শিখা তেমন ছড়িয়ে পড়েনি বলে খবর। আগুন লাগার কিছুক্ষণের মধেই আতঙ্ক ছড়িয়ে যায় ঘটনাস্থলে। আশেপাশের লোক জনেরাও আতঙ্কে চিৎকার-চেঁচামেচি করতে থাকে। অন্যান্য পার্শ্ববর্তী ছাদ থেকে জল ছুড়ে আগুন নেভানোর চেষ্টা করা হয় এবং তার কিছুক্ষণের মধ্যেই দমকলের তিনটি ইঞ্জিন সেখানে উপস্থিত হয়। তারপর শুরু হয় আগুন নেভানোর কাজ। তাছাড়াও ঘরের ভিতরে থাকা মানুষজনদের কে নিরাপদে বাইরে নিয়ে আসার কাজ চালাতে শুরু করে দমকল।
দমকল সূত্রে জানা গিয়েছে, বাড়ির ভিতরে থাকা লোকজনদেরকে আমরা উদ্ধার করতে পেরেছি। কারো কোনো ক্ষতি হয়নি। তবে বহুতলের বেশ কয়েকটি ঘরের ভিতরে থাকা আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। বর্তমানে আগুনের লেলিহান শিখা দমকল বাহিনীর তৎপরতায় অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।
তবে কিভাবে আগুন লাগলো সেটা এখনো জানা যায়নি। অগ্নি কাণ্ড কিভাবে সৃষ্টি হয়েছে সে বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ ও দমকল বাহিনী।