পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- এবার পদ্মশ্রী সম্মান-এ ভূষিত হলেন পূর্ব-বর্ধমান জেলার আউসগ্রাম-এর সদাই ফকির পাঠশালার জনক। তিনি হলেন পাঠশালার মাস্টারমশাই সুজিত চট্টোপাধ্যায়। মাস্টারমশাইয়ের বয়স প্রায় ৭৬ বছর। সদাই ফকির পাঠশালার প্রতিস্থাপক তিনি। মাস্টারমশাই নিজেই এই পাঠশালার নামকরণ করেন।
২০০৪ সালে তিনি স্কুলে শিক্ষকতা থেকে অবসর নেন। কিন্তু এরপরেও শিক্ষাদানের উপর তার আগ্রহ থেমে থাকেনি। পূর্ব-বর্ধমান জেলার আউসগ্রাম এর উত্তর রামনগরের বাসিন্দা সুজিত মাস্টারমশাই। অবসরের পর শিক্ষাদানের সাথে নিজেকে যুক্ত রাখার জন্য বাড়িতেই খুলে ফেলেন পাঠশালা। সেই পাঠশালাটি স্থানীয় এলাকাবাসীদের কাছে সদাই ফকির পাঠশালা নামে পরিচিত।
পাঠশালায় যত্ন সহকারে ছাত্র-ছাত্রীদের পড়ানো হয়। বছরে কেবল দুই টাকার বিনিময় শিক্ষা গ্রহণ করে ওখানকার পড়ুয়ারা। গত সোমবার রাতে দিল্লি থেকে ফোন আসে মাস্টার মশাই-এর কাছে। আর তারপরে সুজিত চট্টোপাধ্যায় জানতে পারেন যে তিনি পদ্মশ্রী খেতাবে সম্মানিত হতে চলেছেন।
মাস্টারমশাইয়ের এই সম্মানে উৎসাহিত এলাকাবাসী সহ পুরো গ্রাম। এই পাঠশালায় প্রায় ২০ থেকে ২২ কিলোমিটার দূর থেকে পড়তে আসে ছাত্র-ছাত্রীরা। পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়ে নির্বাচকদের ধন্যবাদ জানান পাঠশালার প্রতিস্থাপক সুজিত চট্টোপাধ্যায়। তিনি আরো বলেন, ‘দুঃস্থ মানুষদের পাশে থাকার চেষ্টা করেছি মাত্র। পুরস্কার পাব ভাবিনি।’ একটি কলেজের জন্যও আবেদন জানান তিনি।