
পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ গুগল এবং অ্যালফাবেটের সিইও(CEO) সুন্দর পিচাইকে ভারতের তৃতীয় সর্বোচ্চ অসামরিক পুরস্কার পদ্মভূষণে সন্মানিত করা হল। শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের ভারতীয় রাষ্ট্রদূত তরণজিত্ সিং সান্ধু সুন্দর পিচাইয়ের হাতে এই পুরস্কারটি তুলে দেন। সান ফ্রান্সিসকোতে পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের উপস্থিতিতে তিনি এই পুরস্কার গ্রহণ করেন।
সুন্দরের হাতে পুরস্কার তুলে দিতে গিয়ে তরণজিত্ সিং সান্ধু বলেন, সুন্দরের যাত্রা সকলের কাছেই অনুপ্রেরণামূলক। পরে তিনি টুইটারে লেখেন, সান ফ্রান্সিসকোয় গুগলের CEO সুন্দর পিচাইকে পদ্মভূষণ হস্তান্তর করতে পেরে আনন্দিত। মাদুরাই থেকে মাউন্টেন ভিউ পর্যন্ত তাঁর অনুপ্রেরণামূলক যাত্রা ভারত-আমেরিকার অর্থনৈতিক এবং প্রযুক্তিগত সম্পর্ককে শক্তিশালী করেছে। সান ফ্রান্সিসকোতে ভারতের কনসাল জেনারেল টি ভি নগেন্দ্র প্রসাদও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ভারতের এই মর্যাদাপূর্ণ পুরষ্কার গ্রহণ করার সময় পিচাই বলেন, ভারতবর্ষ আমার কাছে সর্বদা একটি গুরুত্বপূর্ণ স্থানে রয়েছে এবং আমি যেখানেই যাই, এটি আমার সাথে বহন করে নিয়ে যাই। এই বিশাল সম্মানের জন্য ভারত সরকার এবং ভারতের জনগণের কাছে আমি কৃতজ্ঞ। যে দেশ আমাকে গড়ে তুলতে সাহায্য করেছে, তার দ্বারা এইভাবে সম্মানিত হওয়া অবিশ্বাস্যভাবে অর্থবহ। আমার সৌভাগ্য এই যে আমি এমন একটি পরিবারে বেড়ে উঠেছি, যাদের কাছে শিক্ষা এবং জ্ঞানের গুরুত্ব ভিন্ন। আমাকে বড় করার সফরে বাবা-মা বিভিন্ন সময়ে অনেক ত্যাগ স্বীকার করেছেন।
তিনি আরো বলেন, ভারতবর্ষ এবং গুগল সংস্থার মধ্যে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সর্বদা উদ্যোগী থাকবেন। আমরা প্রযুক্তির সুবিধাগুলি আরও বেশি লোকের কাছে পৌঁছে দেওয়ার জন্য কাজ করি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডিজিটাল ইন্ডিয়ার দৃষ্টিভঙ্গি অবশ্যই সেই অগ্রগতিকে ত্বরান্বিত করেছে এবং আমি গর্বিত যে গুগলের ভারতে বিনিয়োগ অব্যর্থ রয়েছে। তিনি আরও বলেন, ভারতে তৈরি প্রযুক্তিগত উদ্ভাবনী সমূহের দ্বারা সারা বিশ্বের মানুষের উপকৃত হয়েছে।