
পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- সুপ্রিম কোর্টে তীব্র ভর্ৎসনার শিকার হলেন প্রাক্তন বিজেপি মুখপাত্র নূপুর শর্মা। কিছুদিন আগে একটি বেসরকারি খবরের চ্যানেলে বসে পয়গম্বরকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন তিনি। সেই বিতর্কিত মন্তব্যের পরেই সারাদেশে অশান্তির আগুন ছড়িয়ে পড়ে। দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাতে শুরু করেন প্রচুর পরিমানে মানুষ। তবে আজ সারাদেশে অশান্তির জন্য নূপুর শর্মাই দায়ী, এমনটাই বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি।
সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত আজ নূপুর শর্মার উদ্দেশ্যে বলেন,”আমি ওই বিতর্কসভাটি দেখেছি। যেভাবে তিনি কথাগুলো বলেছেন তাও দেখেছি। আপনি নিজে একজন আইনজীবী হয়ে যা করেছেন তা লজ্জার। আপনার উচিত সারা দেশের কাছে ক্ষমা চাওয়া।”
নূপুর শর্মা তার নিজের বিরুদ্ধে দায়ের হওয়া দেশের বিভিন্ন প্রান্তে এফআইআর গুলিকে দিল্লিতে স্থানান্তরিত করার আর্জি নিয়ে আজ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। নূপুরের আইনজীবীর দাবি, ‘নূপুরের প্রাণ সংশয় রয়েছে।’ নূপুরের আইনজীবীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিচারপতি বলছেন, “তিনি হুমকির মুখে পড়েছেন, নাকি তিনি নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছেন! তিনি দেশে অশান্তির বাতাবরণ তৈরি করেছেন । আজ গোটা দেশে যা চলছে, তার পেছনে দায়ী একমাত্র উনি।”
নূপুর শর্মার সমস্ত আবেদনকে আজ খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। এছাড়া সুপ্রিম কোর্টের বিচারপতি নূপুর শর্মাকে সর্বসমক্ষে সারা দেশবাসীর কাছে ওনার এই বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছেন।