corona, corona virus, uttar pradesh, করোনা ভাইরাস, করোনা
চিত্র- সংগৃহীত'

পশ্চিমবঙ্গ ডেস্কঃ মহামারী করোনা ভাইরাস এর জেরে আশঙ্কাজনক অবস্থায় গোটা দেশ। দেশের বিভিন্ন রাজ্যে ভয়াবহ অবস্থা দেখা দিয়েছে। মহামারী করোনা পরিস্থিতিতে হাসপাতালে মিলছে না বেড এমনকি অক্সিজেনেরও সংকট দেখা দিয়েছে।

করোনা সংক্রমনের দিক থেকে শীর্ষে রয়েছে দেশের পাঁচটি রাজ্য। প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র, তারপর কর্ণাটক, কেরল, উত্তর প্রদেশ ও রাজস্থান। মারণ রোগ করোনা ভাইরাস এর জেরে প্রতিনিয়ত মৃত্যু হচ্ছে শত শত মানুষের। এই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে শ্মশান ঘাটে লাইন লেগেছে মৃতদেহের। মৃত দেহের সৎকার্য করানোর জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাড়িয়ে থাকতে হচ্ছে।

corona, corona virus, uttar pradesh, করোনা ভাইরাস, করোনা
চিত্র- সংগৃহীত’

এমনই পরিস্থিতির মধ্য দিয়ে এক রহস্যময় ঘটনা উঠে আসলো যোগী রাজ্যে। গঙ্গার তীরে বালির তলা থেকে ১০০-র বেশি মৃতদেহ মিলল। তবে সেই মৃতদেহ কাদের এবং মৃতদেহ গুলি করোনা আক্রান্ত রোগীর কিনা তা এখনও পর্যন্ত জানা যায়নি।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীকে প্রাধান্য না দিয়ে সরাসরি জেলাশাসকদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর ! কেন আমন্ত্রণ করা হলোনা মুখ্যমন্ত্রীকে?

উত্তর প্রদেশের রাজধানী লাখনউ থেকে ৪০ কিলোমিটার দূরে অন্যান্য ‘উন্নাও’ জেলায় ঘটনাটি ঘটেছে। সূত্রের খবর, স্থানীয় বাসিন্দারা প্রথমে নদীর তীরে মৃতদেহ বালি চাপা পড়ে থাকতে দেখে প্রশাসনকে খবর দেয়। জানা গিয়েছে, উন্নাও জেলায় গঙ্গা নদীর তীরে বালির তলায় চাপা দেওয়া হয়েছে প্রায় ১০০-র বেশি মৃতদেহ এবং সেই মৃতদেহগুলি গেরুয়া কাপড় মোড়া এই  ঘটনার তদন্ত শুরু করেছে উত্তরপ্রদেশ পুলিশ। জানা গিয়েছে, এই বালি চাপার ঘটনা উন্নাও জেলার দুটি এলাকাতে লক্ষ্য করা গিয়েছে।

এই ঘটনাকে ঘিরে উন্নাও জেলার জেলাশাসক রবীন্দ্র কুমার জানিয়েছেন, ” যত সম্ভব পোড়ানোর কাঠের অভাবে অনেকেই হয়ত মৃতদেহ দাহ না করেই এভাবে নদীর ধারে বালিতে পুঁতে রেখে গেছেন। এই ঘটনার খবর পাওয়ার পর সেখানে আধিকারিকদের পাঠানো হয়েছে। তাঁরা সেখানকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথাবার্তা বলে বিষয়টা জানার চেষ্টা করছে।”

আরও পড়ুনঃ শীতলকুচি নিয়ে ফের রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী বিবাদ চরমে, টুইট করলেন রাজ্যপাল

এছাড়াও তিনি আরও বলেন, “তবে এই মৃতদেহগুলো করোনা রোগীদের কিনা, তা এখনই বলা সম্ভব নয়। এখনও অবধি এই বিষয়ে কোন প্রকার প্রমাণ মেলেনি। তবে সম্পূর্ণ বিষয়টি তদন্ত করে দেখা হবে।” যদিও এই মৃতদেহগুলি করোনা রোগীদের বলেই মনে করা হচ্ছে। কিন্তু এই মৃতদেহগুলি করোনা রোগীর কিনা বা অন্য কোন মৃতদেহ, তা এখনও স্পষ্ট করে জানায়নি প্রশাসন।

corona, corona virus, uttar pradesh, করোনা ভাইরাস, করোনা, yogi adityanath
চিত্র- সংগৃহীত’

উন্নাও জেলার জেলাশাসক আরও জানান, “আমাদের আধিকারিকরা নদীর তীরে বিস্তীর্ণ এলাকাজুড়ে সমাধিস্ত লাশ পেয়েছে। অন্যান্য অঞ্চলগুলোতেও মৃত লাশের অনুসন্ধান চালানো হচ্ছে। আমি আমার আধিকারিকদের সমস্ত বিষয়টি খতিয়ে দেখতে বলেছি। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”