পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ আজ পশ্চিমবঙ্গ, আসামে চলছে তৃতীয় দফা ভোট। আর এই তৃতীয় দফা ভোট ঘিরেই অনেক জায়গায় সকাল থেকে শুরু হয়ে গেছে অশান্তি। আবার কোথাও চলছে শান্তিপূর্ণ ভোট। বাংলায় বিধানসভা নির্বাচন ঘিরে এমনিতেই তৃণমূল, বিজেপি এবং সিপিএম এর ত্রিমুখী সংঘর্ষ চোখে পড়ার মত।
এবারে ছাপ্পা ভোটের অভিযোগে সাসপেন্ড হল আসামের ডিমা হাসাও জেলায়। কার্যত এটি একটি বিজেপি শাসিত অঞ্চল। মূলত গত ১ লা এপ্রিল আসামের হাফলং কেন্দ্রের খোটলি এলপি স্কুলে ভোট হয়। সেক্ষেত্রে ভোট দানের পরিমাণ ছিল ৭৪ শতাংশ। এই কেন্দ্রেই ব্যপক গড়মিলের অভিযোগ ওঠে। বুথে ছিল ৯০ জন ভোটারের নাম অথচ ভোট পড়ে ১৭১ টি।
এই অসামঞ্জস্যতার কারণ ক্ষতিয়ে দেখলে দেখা যাচ্ছে যে, ওই কেন্দ্রের ভোটার তালিকা মানতে রাজি হননি ওখানকার গ্রাম প্রধান। তিনি নিজস্ব একটি তালিকা পেশ করেন এবং সেই অনুযায়ী ভোট সম্পন্ন হয়। পুরো ঘটনাটি জানায় এক আধিকারিক। কিন্তু প্রশ্ন উঠছে যে, পোলিং অফিসাররা তখন কি করছিলেন ? কেনই বা তারা সেই গ্রাম প্রধানের কথা শুনলেন ? এছাড়াও প্রশ্ন উঠেছে যে, সেখানে তবে নিরাপত্তার কেমন ব্যবস্থা ছিল?
এই ঘটনাটি সামনে আসার বা জানাজানি হবার সাথে সাথেই চারিদিকে শোরগোল পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে সেই হাফলং কেন্দ্রের খোটলি এলপি স্কুলের বুথে থাকা পাঁচ জন পোলিং অফিসারকে সাসপেন্ড করে উক্ত জেলার নির্বাচনী আধিকারিক।
এছাড়াও হাফলং কেন্দ্রের খোটলি এলপি স্কুলের বুথে পুনঃ নির্বাচনের দাবী উঠলে তা মঞ্জুর হয়। তবে সরকারের তরফে হাফলং কেন্দ্রের খোটলি এলপি স্কুলের বুথে কবে আবার নির্বাচন হবে তা জানানো হয় নি।