swasthya sathi card name check, স্বাস্থ্য সাথী কার্ড নাম চেক অনলাইন
স্বাস্থ্য সাথী কার্ড নাম চেক অনলাইন | ছবি - অফিসিয়াল ওয়েবসাইট

স্বাস্থ্য সাথী কার্ড নাম চেক অনলাইন 2022 – 2016 সালের 30 শে ডিসেম্বর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন স্বাস্থ্য সাথী প্রকল্পের। রাজ্যের সকল সাধারণ মানুষের চিকিৎসার কথা মাথায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের নিজস্ব মেডিক্লেম পলিসি স্বাস্থ্য সাথী প্রকল্প চালু করেন। এই প্রকল্পের উদ্দেশ্য হল রাজ্যের সাধারণ মানুষের চিকিৎসা খাতে ন্যূনতম পরিবার প্রতি 5 লক্ষ টাকা পর্যন্ত সুরক্ষা দেওয়া।

প্রকল্পের নাম স্বাস্থ্য সাথী প্রকল্প
ঘোষণার তারিখ 17 ই ফেব্রুয়ারী 2016
প্রকল্প চালুর তারিখ 30 শে ডিসেম্বর 2016
প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
প্রকল্পের সুবিধা ভোগ করতে হলে থাকতে হবে স্বাস্থ্য সাথী কার্ড
সুবিধা পাবেন পশ্চিমবঙ্গের নাগরিকরা
সুরক্ষা পাবেন 5 লক্ষ টাকা / পরিবার প্রতি
অফিসিয়াল ওয়েবসাইট www.swasthyasathi.gov.in

এই প্রকল্পের সুবিধা লাভ করতে হলে রাজ্যের সাধারণ মানুষের কাছে থাকতেই হবে স্বাস্থ্য সাথী কার্ড। এরপর এই কার্ডের দ্বারা নিজের চিকিৎসা করাতে হলে আপনাকে ভর্তি হতে হবে স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় থাকা হাসপাতাল বা নার্সিংহোমে। পশ্চিমবঙ্গ সরকারের তরফে সঠিক নিয়মাবলী অবলম্বনের মাধ্যমে সরকারের কাছে আবেদন করলেই পাওয়া যাবে স্বাস্থ্য সাথী কার্ড। অনেকেই সরকারের নিয়মাবলী অবলম্বন করে ইতিমধ্যেই এই কার্ডের জন্য আবেদন করেছেন। তবে অনেকেই তাদের স্বাস্থ্য সাথী কার্ডে নাম উঠেছে কিনা তা নিয়ে জানতে চান। সুতারাং, আসুন দেখে নেওয়া যাক কিভাবে অতি সহজেই আমরা স্বাস্থ্য সাথী কার্ড এ নাম চেক করতে পারবো –

Table of Contents

স্বাস্থ্য সাথী কার্ড নাম চেক অনলাইন পদ্ধতি

নিচে কিভাবে আপনারা স্বাস্থ্য সাথী কার্ড এর নাম চেক করতে পারবেন অনলাইনে তার সম্পর্কে সমস্ত তথ্য দেওয়া হলঃ-

প্রথমত, অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে

  •  প্রথমে আপনাদের রাজ্য সরকারের তরফ থেকে তৈরি করা স্বাস্থ্য সাথী প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে যার লিংক নিচে দেওয়া হল।
  • অফিসিয়াল ওয়েবসাইট লিংক – www.swasthyasathi.gov.in

দ্বিতীয়ত, ফাইন্ড মাই নেম ( Find My Name ) অপশনে এ ক্লিক করতে হবে

swasthya sathi official website
  • স্বাস্থ্য সাথী প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইটটি খোলার পর যেই পেজটি আপনার সামনে আসবে সেই পেজটির মেনু বারের থেকে আপনাকে ফাইন্ড মাই নেম বা Find My Name অপশনে ক্লিক করতে হবে।

তৃতীয়ত, আপনার মোবাইল নম্বর সাবমিট করতে হবে

  • Find Your Name পেজটি খোলার পর স্বাস্থ্য সাথী কার্ড আবেদনের সময় যেই মোবাইল নম্বরটি আপনি দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটি সামনে থাকা ডায়ালগ বক্সে লিখুন।
  • এরপর আপনি যদি নিজের জন্য এই তথ্য খুঁজতে চান তাহলে Find Name For এর অপশন এ ‘Yourself’ এবং আপনি যদি অন্যের জন্য এই তথ্য খুঁজতে চান তাহলে ‘Others’ অপশন সিলেক্ট করুন।
  • এরপর সাবমিট অপশনে ক্লিক করুন।

চতুর্থত, এবার আপনার নিজের ঠিকানা এবং আধার কার্ড অথবা খাদ্যসাথী রেশন কার্ড নম্বর সাবমিট করুন

swasthya sathi address submission page
  • এবার আপনার রাজ্যের নাম, জেলার নাম ও আধার কার্ড অথবা রেশন কার্ড এর নম্বর সাবমিট করুন।
  • এরপর আপানার জন্য আরও কিছু অপশন সামনে চলে আসবে। সেখানে আপনার সম্পূর্ণ ঠিকানা দিয়ে আপনি সাবমিট বোতামে ক্লিক করুন।
স্বাস্থ্য সাথী কার্ড নাম চেক অনলাইন এর ফলাফল

উপরিক্ত সমস্ত রকম নিয়মাবলী সঠিকভাবে পালন করলে আপনার স্বাস্থ্য সাথী কার্ড সম্পর্কিত স্ট্যাটাস এবং অন্যান্য তথ্য আপনার স্ক্রিনের সামনে চলে আসবে। এছাড়া আপনি পেয়ে যাবেন আপনার URN নম্বরটি।