T-Series, ভুষণ কুমার, Bhushan Kumar
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- ফের ঝড় বলিউডে। প্রয়াত গুলশান কুমারের ছেলে ভুষণ কুমারের বিরুদ্ধে উঠলো ধর্ষণের অভিযোগ। গত শুক্রবার ৩০ বছর বয়সী এক মহিলা T-Series এর মালিক ভুষণ কুমারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে থানায় এফআইআর ফাইল করা হয়েছে।

ওই মহিলার দাবি, আগামী অ্যালবামে কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাকে ধর্ষণ করেন ভুষণ কুমার। এছাড়াও মহিলার বক্তব্য, বিভিন্ন স্থানে তাকে নিয়ে গিয়ে হেনস্থা করেছিলেন এবং তার আপত্তিকর ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার নাম করে ভয় দেখানো হয়েছিল তাকে।

মুম্বাই পুলিশের মতে, ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারায় ধর্ষণের মামলা করা হয়েছে ভুষণ কুমারের নামে। ব্যাপারটি নিয়ে পুলিশ এখনও তদন্ত করছে। কাউকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি।

শুধু এই ঘটনাই নয়, ২০১৮ সালে এক মহিলা টুইটারের মাধ্যমে জানিয়েছিলেন, ভুষণ কুমার তাকে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে বলেছিলেন। সেই মহিলা তাতে রাজি না হওয়ায় তাকে কাজ থেকে বাদ দিয়েছিলেন T-Series এর মালিক।

ভুষণ কুমার বর্তমানে বিবাহিত। বলিউডের পরিচিত মুখ দিব্যা খসলা তার স্ত্রী। তাদের একটি পুত্র সন্তান রয়েছে। ভুষণ কুমার বলিউডে প্রচুর হিট ছবিতে কাজ করেছেন। তার আগামী ছবি ‘এক ভিলেন ২’ মুক্তি পেতে চলেছে ২০২২ সালে।