mamata banerjee, cm, মন্ত্রী পরিষদ
ছবিঃ টুইটার

মন্ত্রী পরিষদ : একুশের বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে নীল বাড়ি দখল করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার বড়সড় রদবদল দেখা গেল মমতার মন্ত্রী পরিষদ এ।

মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের মতো বাংলার মসনদে বসার পরে, দলীয় জয়ী প্রার্থীরা মন্ত্রী পদে শপথ গ্রহণ করেন। তবে নব নির্বাচিত মন্ত্রী পদে কে কোন মন্ত্রী হলেন তা এক নজরে দেখে নিন –

mamata banerjee, cm, মমতা বন্দ্যোপাধ্যায়
ছবিঃ ফেসবুক

মন্ত্রী পরিষদ

মমতা বন্দ্যোপাধ্যায় হলেন “স্বরাষ্ট্র, পার্বত্য বিষয়ক, কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, ভূমি ও ভূমি সংস্কার ও উদ্বাস্তু পুনর্বাসন, তথ্য ও সংস্কৃতি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। অমিত মিত্র রয়েছেন অর্থ পরিকল্পনা ও সংখ্যাতত্ত্ব দপ্তরে। অন্যদিকে শিল্প-বাণিজ্য, তথ্যপ্রযুক্তি এবং পরিষদীয় দপ্তর দেওয়া হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। এবার পার্থ চট্টোপাধ্যায়ের হাতে আর এলনা শিক্ষা দপ্তর।

আবারের মন্ত্রী পরিষদ এর শিক্ষা মন্ত্রী হলেন ব্রাত্য বসু। স্কুলশিক্ষা এবং উচ্চশিক্ষা দপ্তর দেওয়া হয়েছে ব্রাত্য বসুকে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, শিল্প পুনর্গঠন দপ্তরে অধীনে আছেন সুব্রত মুখোপাধ্যায়। অপরূপ বিশ্বাসকে দেওয়া হয়েছে শক্তি, ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর। আবাসন ও পরিবহন এই দুটি দপ্তর দেওয়া হয়েছে ফিরহাদ হাকিমকে।

firhad hakim, ফিরহাদ হাকিম, মন্ত্রী পরিষদ
চিত্র- সংগৃহীত

মানস রঞ্জন ভূইয়াকে দেওয়া হয়েছে জল সম্পদ উন্নয়ন দপ্তর। ক্রেতা সুরক্ষা স্বনির্ভর ও স্বনিযুক্তি দপ্তরের অধীনে রয়েছেন সাধন পান্ডে। এবার জ্যোতিপ্রিয় মল্লিককে দেওয়া হয়েছে বন ও অপ্রচলিত শক্তি এই দুটি দপ্তর। এবার জ্যোতিপ্রিয় মল্লিকের হাতে আর এলনা খাদ্য দপ্তর। মমতার মন্ত্রিসভায় এবার খাদ্য মন্ত্রী হলেন রথীন ঘোষ। চন্দ্রিমা ভট্টাচার্য কে দেওয়া হয়েছে পৌর ও নগর উন্নয়ন দপ্তর।

সুব্রত মুখোপাধ্যায় কে দেওয়া হয়েছে পঞ্চায়েত এবং গ্রামীণ উন্নয়ন, শিল্প ও পুনর্গঠন দপ্তর। বিদ্যুৎ মন্ত্রী হলেন অরূপ বিশ্বাস। আইন ও বিচার এই দুটি দপ্তর দেওয়া হয়েছে মলয় ঘটককে। শশী পাঁজা হলেন মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রী। গ্রন্থাগার মন্ত্রী হলেন সিদ্দিকুল্লা চৌধুরী। সৌমেন মহাপাত্র হলেন এবারের সেচমন্ত্রী।

Sobhandeb Chattopadhyay, কৃষি মন্ত্রী,
ছবিঃ ফেসবুক

মমতার মন্ত্রিসভায় শোভন দেব চট্টোপাধ্যায় হলেন কৃষি মন্ত্রী। দমকল মন্ত্রী হলেন সুজিত বসু। পরিবেশ দপ্তরে দেওয়া হয়েছে রত্না দে নাগকে। কারিগরি শিক্ষা দপ্তরের অধীনে রয়েছেন হুমায়ূন কবির। সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা এই দুটি দপ্তর দেওয়া হয়েছে গোলাম রব্বানীকে। এবার মৎস্য দপ্তর দেওয়া হল অখিল গিরি-কে। কৃষি বিপনন দপ্তর দেওয়া হয়েছে বিপ্লব মিত্রকে।

কোন দপ্তরে কে প্রতিমন্ত্রী হলেন এক নজরে দেখে নিন-

বেচারাম মান্না এবারের শ্রম দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হলেন। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী হলেন শিউলি শাহা। সেচ ও উত্তরবঙ্গ উন্নয়নের প্রতিমন্ত্রী হলেন ইয়াসমিন সাবিনা। পরেশ চন্দ্র অধিকারী হলেন স্কুল শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী। খাদ্য দপ্তরের প্রতিমন্ত্রী হলেন জ্যোৎস্না মান্ডি। বন দপ্তরের প্রতিমন্ত্রী হলেন বিরবাহা হাসদা। যুব ও ক্রীড়া দপ্তরের প্রতিমন্ত্রী হলেন মনোজ তিওয়ারি

মনোজ তিওয়ারি, manoj tiwary
ছবিঃ টুইটার