supreme court, orphaned child, সুপ্রিম কোর্ট, অনাথ শিশু
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- দেশজুড়ে চলছে করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউ। এই দ্বিতীয় ঢেউ এর ফলে স্বজনহারা হয়েছেন প্রচুর মানুষ। অনেক ছোট ছোট শিশু অনাথ হয়ে গিয়েছে করোনার প্রকোপে। এবার এই শিশুদের রক্ষণাবেক্ষণের দিকে নজর দিতে কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

ইতিমধ্যে দেশের বিভিন্ন রাজ্যে করোনার প্রভাবে অনাথ শিশুদের জন্য বিভিন্ন ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার গুলি। যেমন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী তাদের রাজ্যে অনাথ শিশুদের জন্য বিনা পয়সায় শিক্ষা, খাদ্য গ্রহণ এর ব্যবস্থা করেছেন। তেমনই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে করোনার প্রভাবে অনাথ হওয়া শিশুদের খাবার, পোশাক ও আশ্রয়ের ব্যবস্থা সুনিশ্চিত করা হোক।

সুপ্রিম কোর্টের এর বিচারক এল নাগেস্বর রাও এবং অনিরুদ্ধ বোস এর বিচারপতির বেঞ্চ জানিয়েছে “অনাথ শিশুদের কোন রকম যাতে অসুবিধা না হয় তার ব্যবস্থা করতে হবে এবং তাদের দরকার মতো তাদের সমস্ত জিনিস প্রদান করতে হবে।”

এছাড়া একটি তালিকা তৈরি করতে বলা হয়েছে অনাথ শিশুদের জন্য। এই তালিকায় ২০২০ সালের মার্চ মাসের পর থেকে কত শিশু অনাথ হয়েছে, তাদের নাম নথিভুক্ত করতে বলা হয়েছে।

তালিকায় নাম গুলি ন্যাশনাল কমিশন ফর প্রটেকশন অফ চাইল্ড এর ওয়েবসাইটে জমা দিতে বলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। আগামী জুন মাসের ১ তারিখে এই মামলার ফের শুনানি প্রক্রিয়া চলবে।