পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- রাজ্যে আবারো কনকনে শীতের আমেজ। হাড়কাঁপানো ঠান্ডায় জবুথবু রাজ্যের উত্তর থেকে দক্ষিণ। উত্তুরে হওয়া হু হু করে ঢুকতেই তাপমাত্রার পারদ আবার নিম্নমুখী হয়েছে। তবে সেই সাথে এই শীতের পরিস্থিতি যে খুব বেশিদিন স্থায়ী হবে না সে কথাও জানিয়ে দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। আগামী ২২ তারিখের পর থেকে আবারো তাপমাত্রার পারদ চড়তে শুরু করবে। আপাতত জানানো হয়েছে যে, ২৩ তারিখ নেতাজি জয়ন্তী থেকে ২৬ তারিখ প্রজাতন্ত্র দিবস পর্যন্ত উষ্ণ থাকবে বাংলার আবহাওয়া।
আজকের আবহাওয়া
দিনের সর্বোচ্চ তাপমাত্রাঃ ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস।
দিনের সর্বনিম্ন তাপমাত্রাঃ ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস।
সর্বোচ্চ জলীয়বাষ্পের পরিমাণঃ ৮৪ শতাংশ।
সর্বনিম্ন জলীয় বাষ্পের পরিমাণঃ ৫২ শতাংশ।
হওয়ার গতিবেগঃ ০ কিমি/প্রতি ঘন্টা।
বৃষ্টিপাতের সম্ভাবনাঃ নেই।
সূর্যোদয়ঃ ৬ টা বেজে ১৯ মিনিট।
সূর্যাস্তঃ ৫ টা বেজে ১৭ মিনিট।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের আবহাওয়া বর্তমানে শুষ্কই থাকবে। এই মুহূর্তে উত্তরবঙ্গে বৃষ্টির হওয়ার তেমন সম্ভাবনা নেই। তবে গোটা উত্তরবঙ্গ জুড়েই হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট থাকবে। দিনের বেলা রৌদ্রকরজ্জল আবহাওয়া বজায় থাকবে। দিনের গড় তাপমাত্রা এই মুহূর্তে ৯ ডিগ্রি সেলসিয়াস থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আগামী দু এক দিন পর থেকে তাপমাত্রা ধীরে ধীরে ২ ডিগ্রি থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে গতকাল বিকেল বেলা জানানো হয়েছিল এই মুহূর্তে তাপমাত্রার নিচে নামার তেমন কোন সম্ভাবনা নেই। তা সত্ত্বেও রাতের বেলা পূর্বাভাসকে ভুল প্রমাণ করে প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নেমেছে। পশ্চিম এর জেলাগুলিতে তাপমাত্রা আরো ২ ডিগ্রি থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কম ছিল। কলকাতার শহরতলী জেলাগুলিতে রাতের বেলা বেশ কনকনে শীতের আমেজ পাওয়া গিয়েছে। তবে সেই সাথে দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে যে বৃষ্টি ভ্রুকুটি দেখা যাচ্ছিল তা কিছুটা লাঘব হয়েছে। আপাতত দক্ষিণবঙ্গে তাপমাত্রা ১৪ ডিগ্রি থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে।
আগামীকালের আবহাওয়া
আগামী কয়েক দিন গোটা বাংলার আবহাওয়া শুষ্কই থাকবে। তবে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দাপট দেখা যাবে। ২২ তারিখ পর্যন্ত প্রতিদিন অল্প অল্প করে তাপমাত্রা কমতে থাকবে। তবে নেতাজি জয়ন্তীর পর থেকে আবারও তাপমাত্রার উত্থান ঘটবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বৃষ্টির এই মুহূর্তে তেমন কোন সম্ভাবনা না থাকলেও দিনভর আকাশ মেঘলা থাকতে পারে।