পরীক্ষার সময়সূচি পরিবর্তন, exam rescheduled
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- দশম (আইসিএসই) এবং দ্বাদশ (আইএসসি) শ্রেণীর বোর্ডের পরীক্ষার দিনলিপি পরিবর্তন করেছে কাউন্সিল ফর দা ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনস । সোমবার নাগাদ জানা যায়, দশম শ্রেণীর সংশোধিত পরীক্ষার সূচি অনুসারে ‘অনিবার্য’ কারণের জন্য ১৩ ই মে এবং ১৫ ই মে এই দুই তারিখে পরীক্ষা হবে না।

দশম শ্রেণীর ‘ইকোনোমিক্স’ পরীক্ষা যেটি আগে ১৩ ই মে হওয়ার কথা ছিল, সেটা ৪ ঠা মে অনুষ্ঠিত হবে। ‘আর্ট পেপার ২’ পরীক্ষাটি ১৫ ই মে এর জায়গায় ২২ শে মে-তে হবে। ‘আর্ট পেপার ৩’ পরীক্ষাটি হওয়ার কথা ছিল২৯ শে মে কিন্তু সেই পরীক্ষাটি হবে ৫ ই জুন। 

দ্বাদশ শ্রেণীও পরীক্ষার দিনলিপি বদলেছে। দ্বাদশ শ্রেণীর ‘বিজনেস স্টাডি’ পরীক্ষা হওয়ার কথা ছিল ৫ মে, কিন্তু সে পরিবর্তন করে করা হয়েছে ১৮ জুন। ‘ইংরেজি পেপার ২’ এর পরীক্ষাটি ছিল ১৩ ই মে, সেটি পরিবর্তন করে করা হয়েছে ৪ ঠা মে। ‘হোম সাইন্স পেপার ১’ এর পরীক্ষাটি হওয়ার কথা ছিল ১৫ ই মে, পরীক্ষা হবে ২২ মে। জুন মাসের ২ তারিখে ‘আর্ট পেপার ৫’ পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু নতুন দিনলিপি অনুযায়ী সেটি হবে ৫ ই মে।

দ্বাদশ শ্রেণীর ‘আর্ট পেপার ৪’ পরীক্ষা হওয়ার কথা ছিল ৫ ই জুন-এ, কিন্তু সেটি হবে ২ রা জুন। ‘হসপিটাল ম্যানেজমেন্ট’ পরীক্ষা হওয়ার কথা ছিল ৪ ঠা জুনে, কিন্তু সেটা পরিবর্তন হয়ে হবে ৫ ই জুন। ‘বায়োটেকনোলজি পেপার ১’-এর পরীক্ষা হওয়ার কথা ছিল ১০ জুন তারিখে, কিন্তু নতুন সূচি অনুযায়ী হবে ৪ ই মে। ‘আর্ট পেপার ১’ এর যে পরীক্ষাটি হওয়ার কথা ছিল ১২ ই জুন সেটি হবে ১২ ই মে।

আইএসসি বা দ্বাদশ শ্রেণীর পরিবর্তিত দিনলিপি অনুযায়ী ১৩ ই মে, ১৫ ই মে এবং ১২ ই জুন কোন পরীক্ষা অনুষ্ঠিত হবে না। করোনার ব্যাপার নিয়ে আইসিএসই এবং আইএসসি বোর্ড পরীক্ষা নিয়ে নানা ধরনের বিধি নিষেধের কথা জানিয়েছে। কোন পরীক্ষাই অনলাইনে হবেনা। পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিতে হবে।