fire covid Hospital, gujrat, fire, fire news, fire in hospital
ছবিঃ সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ মারণ রোগ করোনার জেরে গোটা দেশজুড়ে চলছে মৃত্যুমিছিল তার মধ্য দিয়ে লেগে আছে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। করোনা ভাইরাস এর দ্বিতীয় ঢেউ এর জেরে সংক্রমণ যে হারে বেড়ে চলেছে তাতে করে আকাল দেখা দিয়েছে অক্সিজেনের। করোনার দ্বিতীয় ঢেউ গোটা দেশ টাকে গ্রাস করে বসার পর থেকেই একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা লক্ষ্য করা গিয়েছে।

এবার ভয়াবহ অগ্নিকাণ্ড গুজরাটের কোভিড হাসপাতালে। জানা গিয়েছে, গুজরাটের কোভিড হাসপাতালে ভয়াবহ আগুন লেগে ১৮ জন কোভিড আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। ওই হাসপাতালটি আমেদাবাদ থেকে ১৯০ কিলোমিটার দূরে ভরুচ জাম্বুসার হাইওয়ের উপর অবস্থিত। গুজরাটে কোভিড সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ওই হাসপাতলে কিছুদিন আগেই বেড বাড়ানো হয়েছিল কোভিড চিকিৎসার জন্য।

তবে শনিবার ভোর রাতে বিধ্বংসী আগুন লাগে ওই হাসপাতালে। ভরুচ এর পুলিশ সুপার রাজেন্দ্র সিন জানিয়েছেন, পাঁচতলা বিশিষ্ট ওই হাসপাতালে ঠিক কোন তালা থেকে আগুন ছড়িয়েছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। রাত একটা নাগাদ ওই হাসপাতালের কোভিড ওয়ার্ড থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই দাউদাউ করে জ্বলে ওঠে আগুন।

তৎক্ষণাৎ দমকল বাহিনীকে খবর দেওয়া হয় এবং এই ঘটনায় স্থানীয়রা সর্বপ্রথম ঝাঁপিয়ে পরে উদ্ধারকার্যের জন্য। তবে ভয়াবহ অগ্নিকাণ্ডের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ার কারণে সবকটি ওয়ার্ডে উদ্ধার কার্য চালানো সম্ভব হয়নি। পরবর্তীতে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হয়।ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন দমকল বাহিনীরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই হাসপাতালের কোভিড ওয়ার্ডে আগুনে পুড়ে মৃত্যু হয়েছে ১২ জন করোনা আক্রান্ত রোগীর। এছাড়াও অন্যান্য ওয়ার্ডে আরও ৬ টি দেহ উদ্ধার করা হয়েছে। ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে যে ধোঁয়া সৃষ্টি হয়েছে এবং সেই ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে ওই ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই হাসপাতালে প্রায় ৭০ জন রোগী ভর্তি ছিলেন। ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ৫০ জন রোগীকে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং তাদের পার্শ্ববর্তী হাসপাতালে হস্তান্তর করা হয়েছে। কিভাবে এই ভয়াবহ আগুন লাগল তা খতিয়ে দেখছে পুলিশ।