কোলকাতার খবর, রাজ্যের খবর, পশ্চিমবঙ্গের খবর, আগ্নিকাণ্ডের খবর
ছবি- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- আবারও ভয়াবহ আগ্নিকাণ্ডের সাক্ষী থাকলো কলকাতা। এবারে আগ্নিকাণ্ড ঘটলো কলকাতার লেনিন সরণীতে। লেনিন সরণীর জ্যোতি সিনেমার কাছে কোনও একটি বাড়িতে আগুন লাগে। আগুন লাগার সাথে সাথেই তা নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে। তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছয় দমকলের আটটি  ইঞ্জিন এবং তারা কিছু সময়ের মধ্যেই আগুন নেভাতে সক্ষম হয় বলে সূত্রের খবর।

কিছুদিন আগেই কলকাতায় নিউ কয়লাঘাটা বিল্ডিং থেকে মাত্র ৫০০ মিটার দূরে একটি বহুতলে আগুন লাগে। ওই বহুতল বিল্ডিং এর চারতলায় রয়েছে পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্ক এবং ওই পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্ক এর ক্যান্টিন থেকেই সকাল প্রায় সাড়ে সাতটা নাগাদ হঠাৎ ধোঁয়া উঠতে দেখা যায়।

সেই মুহূর্তে স্থানীয় বাসিন্দারা স্থানীয় পুলিশ থানায় খবর দিলে সঙ্গে সঙ্গে দমকলের প্রায় ১০ টি ইঞ্জিন সেখানে হাজির হয়। অনেকক্ষণের চেষ্টায় এবং প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর দমকলের ১০ টি বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনতে সফল হয়। কলকাতায় প্রায়শই এমন আগ্নিকাণ্ডের ঘটনা একেবারে বিরল নয়।

তবে কলকাতা পুলিশ এবং দমকল বাহিনী সদা তৈরি এবং পুলিশ ও দমকল বাহিনীর চেষ্টায় কলকাতা শহর ভয়াবহ আগ্নিকাণ্ডের সাক্ষী থাকলেও অতিরিক্ত ক্ষয়ক্ষতি বা প্রাণহানির সম্মুখীন হয়নি। লেনিন সরণীর জ্যোতি সিনেমার কাছে এলাকাটি অত্যন্ত ঘিঞ্জি।

সেই কারণেই কোনও একটি বাড়িতে আগুন লাগার সাথে সাথেই তা অত্যন্ত দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছে। তবে এই আগ্নিকাণ্ডের ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির সংবাদ  পাওয়া যায়নি বলে সূত্রের খবর।