tet, primary tet, tet admit card 2022, tet news, টেট, প্রাইমারি টেট, ২০২২ সালের টেটের অ্যাডমিট কার্ড, টেটের খবর
শুরু টেটের এডমিট কার্ড বিতরণ, সতর্কিত পর্ষদ পরীক্ষার আগে জারি করল একগুচ্ছ নিয়মাবলী | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ প্রাথমিকের টেট পরীক্ষা নিতে চলেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই পরীক্ষার এডমিট কার্ড বিতরণ শুরু হয়ে গিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে। পরীক্ষার্থীরা পর্ষদের সাইট থেকে অনলাইনে এডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে বলে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে। এই পরীক্ষা নিয়ে প্রশাসন যথেষ্ট সতর্ক, তাই এডমিট কার্ডের উপর পরীক্ষার সমস্ত নিয়মাবলী উল্লেখ করা দেওয়া হয়েছে।

আগামী ১১ই ডিসেম্বর প্রাথমিকের টেট পরীক্ষার দিন নির্ধারিত হয়েছে। টেটের প্রস্তুতি নিয়ে রাজ্যের মুখ্য সচিব এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি রাজ্যের জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে এক বিশেষ বৈঠক করেছেন। বৈঠকে একগুচ্ছ নির্দেশনাও জারি করেছেন মুখ্য সচিব।

বৈঠকে মুখ্য সচিব পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে, পরীক্ষা নিয়ে কোন সমস্যা তৈরি হলে সম্পূর্ণভাবে তার দায় বর্তাবে জেলাশাসকদের উপরেই। কন্ট্রোল রুমের ব্যবস্থা কড়া হবে এসডিও এবং জেলাশাসকদের অফিসে। পরীক্ষা সম্পর্কিত যেকোনো অভিযোগ জানানোর জন্য বিশেষ ব্যবস্থার বন্দোবস্ত করা হবে।

এছাড়াও পরীক্ষার কেন্দ্র সংলগ্ন এলাকায় জারি হবে ১৪৪ ধারা। পরীক্ষা নিয়ে জেলাশাসকদের কাছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে ১৬ দফা গাইডলাইন পৌঁছে দেওয়া হয়েছে। ভিন্নভাবে প্রচারিত হবে জেলাশাসক ও এসডিও অফিসের কন্ট্রোল রুমের নম্বর।

আসুন জেনে নেওয়া যাক টেট পরীক্ষার্থীদের জন্য কি কি বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

১) প্রার্থীদের, পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার দু’ঘণ্টা আগে রিপোর্ট করতে হবে।
২) প্রত্যেক পরীক্ষার্থীর বায়োমেট্রিক ভেরিফিকেশন করা হবে।
৩) পরীক্ষায় বসার জন্য পরীক্ষার্থীদের অবশ্যই এডমিট কার্ড এবং অন্য একটি পরিচয় পত্র সঙ্গে রাখতে হবে।৪) নির্ধারিত সময়সীমার পরে কোন পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হলে তাকে কোন ভাবেই তাকে পরীক্ষা দিতে দেওয়া হবে না।
৫) পরীক্ষা চলাকালীন কোন পরীক্ষার্থী পরীক্ষা-কক্ষের বাইরে যেতে পারবে না।
৬) পরীক্ষা কেন্দ্রের মধ্যে কোনরকম মোবাইল ফোন, এয়ারফোন, ক্যামেরা, ঘড়ি, হ্যান্ড ব্যাগ নিয়ে প্রবেশ করা যাবে না। যদি এগুলি পরীক্ষা কেন্দ্রের ভিতরে কোন পরীক্ষার্থীর কাছে পাওয়া এগুলি পাওয়া যায়, তবে তৎক্ষণাৎ তা বাজেয়াপ্ত করা হবে।
৭) পরীক্ষা শেষে পরীক্ষার্থীদের প্রশ্নপত্রের একটি কপি দিয়ে প্রদান করা হবে দেওয়া হবে।
৮) মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষার্থীদের তল্লাশি নেওয়া হবে।
৮) বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীদের পরীক্ষা শেষ করার জন্য অতিরিক্ত ৫০ মিনিট সময় দেয়া হবে।

টেট পরীক্ষা নিয়ে যথাসম্ভব সতর্কতা অবলম্বন করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।