পশ্চিমবঙ্গ ডেস্কঃ আজ নির্বাচনী প্রচারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নদীয়ার তেহট্টতে জনসভা করলেন। নির্বাচনী প্রচারে মাতুয়াদের মন জয় করতে বড় ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আজ দীর্ঘ আশ্বাস নিয়ে বললেন তৃণমূল সরকার ২ রা মে বাংলা থেকে বিদায় নিচ্ছে।
আজ শুক্রবার ভোট প্রচারে এসেছেন অমিত শাহ। আজ তেহট্ট বিধানসভা কেন্দ্রে নির্বাচনী জনসভা করার আগেই সেখানে পৌঁছে মাতুয়া মন্দিরে পুজো দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পুজো শেষ করার পর তিনি জনসভায় বক্তব্য রাখেন। সর্বপ্রথমেই তিনি মাতুয়াদের নাগরিকত্বের সমস্যা নিয়ে কথা বলেন।
এদিনের সভায় থেকে তিনি বলেন, “তৃণমূল সরকার ক্ষমতায় থাকলে আপনারা কোনদিনও নাগরিকত্ব পাবেন না। বিজেপি সরকার ক্ষমতায় এলেই নাগরিকত্ব প্রদানের কাজ শুরু হয়ে যাবে দ্রুত।”
এদিনের সভামঞ্চ থেকে মাতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা শ্রী হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানান তিনি। এরপর তিনি বলেন, “বিজেপি সরকার ক্ষমতায় এলে উত্তর ২৪ পরগনায় ঠাকুরনগর স্টেশন এর নাম বদল করে নতুন নামকরণ করা হবে শ্রীধাম ঠাকুরনগর।” এছাড়াও তিনি বলেন, “মাতুয়া সম্প্রদায়ের মানুষদের কে ৩,০০০ টাকা করে দেওয়া হবে প্রতি মাসে।”
এদিন তিনি তেহট্টর সভামঞ্চ থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে আক্রমণ শানিয়ে বলেন, ২’রা মে রাজ্য থেকে কাটমানি-তোলাবাজ সব বন্ধ হয়ে যাবে। ভাইপোর কল্যাণে যা যা হচ্ছিল এতদিন। ২’রা মে-এর পর পতন ঘটতে শুরু করবে তৃণমূল সরকারের।
গত ১৪ ই এপ্রিল জাতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী রাজ্যে দুটি সভা করেন। একটি জনসভা করেন উত্তর দিনাজপুরের গোয়ালপোখর-এ ও আরেকটি জনসভা করেন দার্জিলিংয়ের মাটিগাড়া নকশালবাড়ি। সংযুক্ত মোর্চার প্রার্থীদের হয়েই তিনি বঙ্গে নির্বাচনী প্রচারে এসেছিলেন।
তেহট্টর সভা থেকে কংগ্রেস দল নেতা রাহুল গান্ধীকেও এক হাতে নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, “রাজ্যে চার দফার ভোট হয়ে গেল। তখনো পর্যন্ত রাহুল বাবার দেখা মেলেনি। এখন উনি পরিযায়ীর মত বঙ্গে এসেছেন।”