সিনেমার খবর, ভারতীয় সিনেমার খবর, দাদা সাহেব ফালকে পুরষ্কার, রাজনীকান্ত, থালাইভা
ছিত্র- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- ঘোষণা হয়ে গেলো ৫১ তম দাদা সাহেব ফালকে পুরষ্কার মনোনয়নের। এবারে ৫১ তম দাদাসাহেব পুরষ্কারের জন্য মননয়ন পেয়েছেন তামিল তথা ভারতীয় সিনেমার বিখ্যাত অভিনেতা সকলের প্রিয় থালাইভা রাজনীকান্ত। তিনি শুধুমাত্র ভারতীয় সিনেমার একজন বিখ্যাত অভিনেতাই নন, দক্ষিণের মানুষের কাছে তিনি ভগবানের মতো।

ভারতীয় সিনেমার জগতে বিভিন্ন পুরষ্কারের মধ্যে দাদা সাহেব ফালকে একেবারে অন্যতম পুরষ্কার হিসেবে ধরা হয়। প্রতি বছর একজন করে বর্ষীয়ান অভিনেতা বা অভিনেত্রী ভারতীয় সিনেমায় তাঁদের কৃত্বিত্বের জন্য এই অন্যন্য সম্মানে ভূষিত হয়ে থাকেন। এই পুরষ্কার  প্রাপকরা পান দশ লক্ষ টাকা, একটি স্বর্ণকমল পদক, এবং একটি শাল।

থালাইভা রাজনীকান্তের ভারতীয় সিনেমার জগতে পদার্পণ ১৯৭৫ সালে। তামিল পরিচালক কে বলচন্দ্রের হাত ধরে সিনেমা অপূর্ব রাগাঙ্গাল এ  তাঁর আবির্ভাব। এর পর তামিল এবং হিন্দি সিনেমার জগতে দর্শকদের রাজনীকান্ত উপহার দিয়ে গেছেন একের পর এক অসাধারণ হিট সিনেমা। আজই ভারতের তথ্য এবং সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভেদকর  এই পুরস্কার প্রদান করেন অবিনেতাকে।

তাঁর সিনেমায় আবির্ভাব, সিনেমার ডায়ালগ বলার ধরন সবই ছিল স্বতন্ত্র। ফলে দর্শকের মনে জায়গা তৈরি করে নিতে এই অভিনেতার বেশীদিন সময় লাগেনি। এমন কোনও সিনেমার জগতে অবিনেত্রী নেই যিনি রাজনীকান্তের সাথে অভিনয় করেননি।

সিনেমা ছাড়াও এই অভিনেতা রাজনীতি এবং জন সাধারণের সেবার কাজেও সমানভাবে নিযুক্ত। তাঁকে ভালোবেসে সকলে থালাইভা বলে ডেকে থাকে।