বোর্ড এক্সাম, CBSE, করোনা ভাইরাস
চিত্র- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- ভারতের বিভিন্ন রাজ্যে ক্রমশ জটিল হচ্ছে করোনা ভাইরাসের পরিস্থিতি। দেশের কয়েকটি রাজ্যে অবস্থা আরও সাংঘাতিক। পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, পাঞ্জাব, দিল্লী তে অবস্থা ক্রমশ চলে যাচ্ছে হাতের বাইরে। এমত অবস্থায় আবারও ভার্চুয়াল বৈঠকে সামিল হন দেশের প্রধানমন্ত্রী সহ অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা।

বাতিল হতে থাকছে একের পর এক বিমান, জারি হচ্ছে নাইট কার্ফু, সাময়িক ভাবে লক ডাউন ডাকা হচ্ছে বিভিন্ন রাজ্যে। এরই মধ্যে ফের বাতিল হয়ে যাচ্ছে একের পর এক পরীক্ষা। বাতিল হল দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা। মহারাষ্ট্রের পর এবারে একই পথে হাঁটল দিল্লী।

বাতিল হয়ে গেল CBSE এর দ্বাদশ শ্রেণীর সমস্ত পরীক্ষা। প্রতি বছর প্রায় ২১.৫ লাখ পরীক্ষার্থী এই পরীক্ষা দিয়ে থাকে। আগামী ৮ই মে থেকে এই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বর্তমানে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই বাতিল করে দেওয়া হল এই পরীক্ষা।

তবে যেহেতু করোনা পরিস্থিতির জন্য বাতিল হয়েছে এই পরীক্ষা সেহেতু সকল পরীক্ষার্থীকে বিশেষ কয়েকটি বিষয়ের ওপর ভিত্তি করে নম্বর দিয়ে পাশ করিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে বোর্ড। যদিও বিষয় গুলি সম্পর্কে কোনও তথ্য সামনে আসেনি বা জানায়নি বোর্ড। তবে জানানো হয়েছে যে, ইন্টারনাল অ্যাসেসমেনট এর ভিত্তিতে পড়ুয়াদের নম্বর দেওয়া হবে।

করোনা অতিমারির জেরে গত বছরও একই পদ্ধতি অনুসরণ করা হয়েছিল। তবে নিউ নর্মালে সকলে হয়ত ভেবেছিল সব কিছু আবার আগের মত হয়ে যাবে। কিন্তু হঠাৎ করেই পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে আবারও সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত নেই বোর্ড। যদিও ফের পরীক্ষা কবে হবে তা জুন মাসে বোর্ড এর বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হবে।