অক্সিজেন, করোনা, বায়ু সেনা, oxygen, corona
ছবিঃ টুইটার

পশ্চিমবঙ্গ ডেস্কঃ অতিমারি করোনার জেরে আশঙ্কাজনক অবস্থায় দেশের বিভিন্ন রাজ্য। কোভিড চিকিৎসার পর্যাপ্ত পরিমাণ ওষুধ নেই, নেই পর্যাপ্ত পরিমাণে অক্সিজেনও। অক্সিজেনের হাহাকার শুরু হয়েছে গোটা দেশজুড়ে। গোটা দেশজুড়ে করোনার দ্বিতীয় ঢেউ গ্রাস করে বসেছে।

অতিমারি করোনার জেরে গতকাল শুক্রবার উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল তিনি ১১ টি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন। করোনা মোকাবিলায় কি কি করণীয় এবং জরুরী ভিত্তিতে কি কি কার্যকরী হবে সেসব বিষয় জরুরী পর্যায়ের বৈঠক বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

অক্সিজেন, করোনা, বায়ু সেনা, oxygen, corona
ছবিঃ টুইটার

গতকালের উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী জানিয়েছেন, ‘করোনা মোকাবেলায় দেশের বিভিন্ন রাজ্যে যেভাবে অক্সিজেনের সংকট দেখা দিয়েছে এবার তা মেটাতে বায়ুসেনা ও রেলকে কাজে লাগানো হবে। জরুরী ভিত্তিতে দেশের বিভিন্ন রাজ্যের হাসপাতালগুলিতে অক্সিজেনের ঘাটতি মেটাতে অক্সিজেন ট্যাংকার উড়িয়ে নিয়ে যাবে বায়ুসেনা।’

রাজ্যের মুখ্যমন্ত্রী দের সঙ্গে বৈঠকে বসে তিনি জানিয়েছেন, ‘এই কঠিনতম পরিস্থিতিতে একে অপরের সাহায্যের জন্য এগিয়ে আসতে হবে। প্রত্যেককে একসঙ্গে কাজ করতে হবে। কোভিড চিকিৎসার ঔষধ যোগান থেকে শুরু করে অক্সিজেনের ঘাটতি মেটানোর সমস্ত কিছুর সমাধান যাতে করা যায় সেই বিষয়ে প্রত্যেককে সচেতন থাকতে হবে।’

অক্সিজেনের ঘাটতি মেটাতে এবার বিমান ও রেলকে কাজে লাগানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই “অক্সিজেন এক্সপ্রেস” অক্সিজেনের ঘাটতি মেটাতে মহারাষ্ট্রে পৌঁছেছে “অক্সিজেন এক্সপ্রেস।” এই কঠিনতম সময়ে রেলওয়ে দেশের পাশে রয়েছে।

oxygen, oxygen express, corona, corona virus, অক্সিজেন এক্সপ্রেস
ছবি – সংগৃহীত

দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গতকাল উচ্চ পর্যায়ের বৈঠকে জানিয়েছেন, দেশের বিভিন্ন রাজ্যের হাসপাতালগুলিতে অক্সিজেনের ঘাটতি পড়লেই, সেখানে অক্সিজেনের ঘাটতি মেটাতে বিমান বাহিনী ট্যাংকার উড়িয়ে নিয়ে যাবে। খুবই কম সময়ের মধ্যে অক্সিজেন পৌঁছে যাবে দেশের বিভিন্ন প্রান্তে। খুবই কম সময়ে অক্সিজেনের ঘাটতি মেটাতে বায়ুসেনা কে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

অতিমারি করোনার দ্বিতীয় ঢেউ এর জের কাটিয়ে গোটা দেশকে স্বাভাবিক স্বাচ্ছন্দ্যে ফিরিয়ে আনার চেষ্টা করতে কেন্দ্রীয় সরকার বদ্ধপরিকর বলে উচ্চ পর্যায়ের বৈঠকে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।